1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃত্তি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দ্যা স্কলার্স ফোরাম ঢাকার কর্মশালা অনুষ্ঠিত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন ৫ই জুলাই: চার দফার ভিত্তিতে অনলাইন-অফলাইনে জনসংযোগ চালান সমন্বয়করা আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ : এটিএম আজহার জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোস: আসিফ মাহমুদ ইউক্রেন সীমান্তে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত গনজালো গার্সিয়ার জাদুতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ঢাবিতে নবাগতদের আবাসন সংকট নিরসনে ছাত্রশিবিরের চার দফা দাবি  হরিণ শিকারের ফাঁদ বসাতে গিয়ে, নিজেই শিকার দুলাল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে?

আমি জামাতের সদস্য নই, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি: আমান আযমী

  • সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩১ বার

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমান আযমী বলেছেন, তিনি জামাতের কোনো আনুষ্ঠানিক সদস্য বা সমর্থক নন। রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হওয়ার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নেননি।

সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, “আমি জামাতের সাথে কোনো ফর্ম ফিলআপ করে সদস্য হইনি, এমনকি সমর্থক হিসেবেও আনুষ্ঠানিকভাবে কিছু করিনি। আমি রাজনীতিতে সক্রিয় নই এবং এই মুহূর্তে রাজনীতি করারও কোনো সিদ্ধান্ত নেই।”

তাঁকে জামাতের নেতৃত্বে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আমান আজমী বলেন, “জামাতে পিতার পরিচয়ে কেউ নেতা হয় না। ওরা ক্যাডারভিত্তিক একটা সিস্টেম মেনে চলে। আমি তো সেই সিস্টেমের ভেতরে নেই, তাহলে আমির হওয়ার প্রশ্নই ওঠে না।”

তবে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই সাবেক সেনা কর্মকর্তা। তাঁর ভাষায়, “আমি বলিনি রাজনীতি করবো না। পরিস্থিতি যদি দাবি করে, তাহলে ভাববো। তবে এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।”

দলের সম্ভাব্য ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “জামাতের মাঠপর্যায়ে অবস্থা কেমন, সেটা নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতিক প্রেক্ষাপটে। এখনই আগাম কিছু বলা সম্ভব না। আমাদের ভোটাররাও সুইং ভোটার। ভোটের ফল আগাম বলা খুব কঠিন।”

জামাতের দুর্নীতিবিরোধী ভাবমূর্তি নিয়েও মন্তব্য করেন আমান আযমী। তিনি বলেন, “জামাতের অতীতে যারা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। বরং সরকারি আমলারা তাদের সততা ও দক্ষতার প্রশংসাই করেছেন। আমি বিশ্বাস করি, জামাত কেউ দায়িত্ব পেলে দুর্নীতির সঙ্গে জড়াবে না।”

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি চাই, যতদিন বেঁচে থাকি, মানুষের জন্য কাজ করতে। কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমি ইতোমধ্যে যুক্ত হয়েছি। তবে রাজনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি।”

সূত্র: https://www.facebook.com/share/v/1AfSECqndb/

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন