1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

মির্জা ফখরুলকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

  • সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের অভিযোগে রবিবার (১৬ নভেম্বর) রাতেই জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তার কাছে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী–১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভে অংশ নেন আকমল হোসেন ও তার সমর্থকরা। সেখানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা জেলা বিএনপির নজরে আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল পৌর নেতা হয়ে এ ধরনের অশোভন স্লোগান দেওয়ার মাধ্যমে আকমল হোসেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আকমল হোসেনকে শোকজ করা হয়েছে। তার জবাবের ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে রাজবাড়ী–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আসলাম গ্রুপের নেতাকর্মীরা। সেখানেই আকমল হোসেন কুরুচিপূর্ণ স্লোগান দিলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন