1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়, বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে

  • সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে।

বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট কয়টা পাবো সেটা বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সঙ্গে চলে যাইতাম।

নাহিদ বলেন, বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেয়া হয়েছে। ঋণখেলাপিকে নমিনেশন দেয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি না, এর ওপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।

প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। নাহিদ ইসলাম প্রার্থী হতে যাচ্ছেন ঢাকা–১১ আসনে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন