২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি পল্টন থানার মামলার অভিযোগে বলা হয়েছিল, বিএনপির প্রায় এক হাজার ২০০ নেতাকর্মী মিছিল নিয়ে শান্তিনগর এলাকায় যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন। একই বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। তবে উচ্চ আদালত থেকে মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদ আগেই এ মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।
অন্যদিকে, ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় মিছিল থেকে পুলিশের কাজে বাধা প্রদান ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন উপপরিদর্শক আশরাফ আলী। ওই বছরের ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এই মামলা থেকেও মির্জা ফখরুল ও ব্যারিস্টার মওদুদ আহমেদ উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন। আজ নিম্ন আদালত বাকি অভিযুক্ত ৪৫ জনকেও মামলা দুটি থেকে অব্যাহতির নির্দেশ দিলেন।

























Leave a Reply