আব্দুর রশিদ:
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শিক্ষামূলক প্রকাশনা বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এই সাক্ষাৎ ও উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষের হাতে একটি বিশেষ শিক্ষামূলক প্রকাশনা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ প্রকাশনাটির গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং আদর্শিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এটি প্রণয়ন করা হয়েছে।
অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় প্রকাশনাটি গ্রহণ করেন এবং প্রতিনিধি দলের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের চারিত্রিক ও নৈতিক মানোন্নয়নে ছাত্রসমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ধারার শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তারা নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়তে আগামীতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply