1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বিএনপিতে যোগদান নিয়ে যা বললেন তাসনিম জারা

  • সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর বিএনপিতে যোগ দিচ্ছেন—এমন গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেছেন জনপ্রিয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ইনফ্লুয়েন্সার ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নই নেই।

এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা-৯ (খিলগাঁও–সবুজবাগ–মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। সেখানে তিনি বলেন, মানুষের সেবা করা এবং নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই তিনি নির্বাচনী মাঠে নামছেন।

নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত এক শতাংশের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসাবে ডা. তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকাল থেকেই তিনি নিজ নির্বাচনি এলাকায় সমর্থকদের সঙ্গে নিয়ে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। সাধারণ মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে গত সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি মনোনয়নপত্র জমা দেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন