1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

গানম্যান পেলেন জামায়াত আমির

  • সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৫ বার

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য একজন সশস্ত্র গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান থাকায় তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বাসভবনে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়। সেই প্রতিবেদনে তার জীবনের ওপর উচ্চমাত্রার ঝুঁকির বিষয়টি উঠে আসায় তাকে বিশেষ নিরাপত্তা প্রদানের সুপারিশ করা হয়। এসবি’র সেই সুপারিশের ভিত্তিতেই গত রোববার (১২ জানুয়ারি) তাকে গানম্যান দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়।

উল্লেখ্য যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডা. শফিকুর রহমান এখন থেকে সার্বক্ষণিক একজন সশস্ত্র দেহরক্ষী বা গানম্যানের সুরক্ষা পাবেন এবং তার বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশেষ পুলিশ পাহারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশনায় বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন