1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

রাজধানীতে নিজ বাসায় হাত-পা মুখ বেঁধে হামলা, জামায়াত নেতার মৃত্যু

  • সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার উল্লাহ (৬০) বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন এবং পশ্চিম রাজাবাজার সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আনোয়ার উল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেবের বড় ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় সপরিবারে বসবাস করে আসছিলেন। পারিবারিক সূত্রের দাবি, রাতে একদল ডাকাত বাসায় ঢুকে তাকে হাত-পা ও মুখ বেঁধে মারধর ও শ্বাসরোধ করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ পশ্চিম রাজাবাজারে নেওয়া হবে। সেখানে স্থানীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চুরির উদ্দেশ্যে কেউ বাসায় প্রবেশ করেছিল। চোর তার মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে রাখলে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন