আজ ১১ মে ২০২৫, ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও হৃদয়গ্রাহী ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

ছবি: কুরআনে হাফেজগণ

উক্ত হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই সংবর্ধনা একটি স্বীকৃতি মাত্র, প্রকৃত সম্মান তখনই আসবে যখন হাফেজেরা কুরআনের আদর্শকে বাস্তবে রূপ দেবে এবং জাতির প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা চাই—প্রতিটি হাফেজ হয়ে উঠুক একজন কুরআনবাহক নেতৃত্ব।”

ছবি: কুরআনে হাফেজকে পাগড়ি পরিয়ে দিচ্ছ প্রধান অতিথি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী। তিনি তার বক্তব্যে বলেন, “যারা আল্লাহর কিতাব হিফজ করে, তারা শুধু একজন ছাত্র বা মুমিনই নয়—তারা হচ্ছেন কুরআনের পাহারাদার। তাদের হৃদয়ে সংরক্ষিত রয়েছে আল্লাহর কালাম। এই সম্মান ও দায়িত্বকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। হাফেজে কুরআনদের আদর্শ জীবন গঠনের মাধ্যমে সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে হবে।”

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান, তিনি তার বক্তব্যে বলেন, “হাফেজে কুরআন হওয়া কোনো সাধারণ গৌরব নয়, এটি মহান এক নিয়ামত ও দায়িত্ব। কুরআন যেহেতু পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, তাই হাফেজদেরও জীবন হতে হবে কুরআনের প্রতিফলন। হাফেজরা শুধু আলেম বা ইমাম হবেন—এই ধারণা সীমিত দৃষ্টিভঙ্গি। তারা ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক, এমনকি রাষ্ট্রনায়ক হিসেবেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজের প্রতিটি স্তরে কুরআনের আলো পৌঁছে দিতে হলে প্রতিটি পেশায় কুরআনের হাফেজদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।”

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা সাদেক বিল্লাহ। তিনি তার বক্তব্যে কুরআনে হাফেজ দের উদ্দেশ্যে বলেন, “হাফেজে কুরআনরা হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, যাঁদের অন্তরে আল্লাহর কিতাব সংরক্ষিত রয়েছে। এটি শুধু একটি সম্মান নয়, বরং একটি দায়িত্ব—উম্মাহর জন্য কুরআনের পথ প্রদর্শন করার দায়িত্ব। আপনাদের দায়িত্ব কেবল হিফজ শেষ করা নয়, বরং কুরআনের অর্থ বোঝা, জীবনঘনিষ্ঠভাবে তা অনুসরণ করা এবং সমাজে এর আলো ছড়িয়ে দেওয়া। আপনারা হোন এমন মানুষ, যাঁদের চরিত্র ও জীবনে কুরআনের ছাপ স্পষ্টভাবে দেখা যায়।”

উক্ত হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জনাব দেলোয়ার হোসাইন।

ছবি: আমন্ত্রিত অতিথিগণ

হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আবিদ/নগরনিউজ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *