ঢাবিতে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

তীব্র গরমে ঠাণ্ডা পানির অভাব পূরণে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে বসিয়েছে ঠাণ্ডা পানির মেশিন। এর ফলে এখন থেকে হলের শিক্ষার্থীরা খেতে পারবেন ঠাণ্ডা পানি।

গতকাল সোমবার (১২ মে) হলের মেসের পাশে এই পানির মেশিন বসায় শাখা শিবির নেতারা।

জানা যায়, এই উদ্যোগের মূল পরিকল্পনায় ছিলেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ও ঢাবি শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর।

তিনি বলেন, ক্যাম্পাসজুড়ে চলছে অসহনীয় গরম। এই প্রতিকূল আবহাওয়ায় সূর্য সেন হলের শিক্ষার্থীরা যেন সহজেই ঠান্ডা পানি পান করতে পারেন সেই মানবিক ভাবনা থেকেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

শাখা শিবির জানায়, বিশ্ববিদ্যালয়ের সব হলে পর্যায়ক্রমে ঠাণ্ডা পানির মেশিন বসানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ জনায়, একটি ছাত্র বান্ধব সংগঠন হিসেবে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হলেই ঠাণ্ডা পানির মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় সূর্য সেন ও জিয়া হলে ঠাণ্ডা পানির মেশিন স্থাপন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্য হলেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করবো, যেন সব শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *