রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা, যিনি মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিনের পরীক্ষা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, তিনি রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রথম দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলেও আনিসা সকল বাধা বিপত্তি পার করে মায়ের পাশে দাঁড়িয়ে তার পরীক্ষা মিস করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ঘটনা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
শিক্ষার্থী আনিসা জানান, বাংলা দ্বিতীয়পত্রের জন্য যথাসময়ে প্রস্তুতি নিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিবেন। একই কথা জানিয়েছেন তার মা, মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
আনিসার মা সুবর্ণা বলেন, “আমি এখন অনেকটা সুস্থ আছি এবং আমার মেয়ে আগামীকাল (রোববার) পরীক্ষায় অংশ নেবে।” তিনি আরও জানান, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরেছেন।
কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার পর আমরা আনিসার বাসায় সহকারী অধ্যাপক কামরুল ইসলাম পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। আনিসা জানিয়েছেন, সে পরবর্তী পরীক্ষাগুলোতে সময়মতো কেন্দ্রে যাবে।”
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ ছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ জানান, “ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।”
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৯ হাজার ৭৫৯ জন অনুপস্থিত ছিল, এবং ৪৩ জন শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।
Leave a Reply