নিজস্ব প্রতিবেদক:
ট্টগ্রামের রাজপথে ছাত্রদলের কর্মীদের হাতে শাটগান ও রামদা দেখা যাওয়ার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ছাত্রদলের কর্মীরা খোলা রাস্তায় হাতে শাটগান ও রামদা নিয়ে অবস্থান করছে। এতে জনমনে প্রশ্ন উঠেছে—ছাত্ররাজনীতি কি আবার সন্ত্রাসের পথে ফিরে যাচ্ছে?
এ বিষয়ে ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি দেলোয়ার হোসেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মন্তব্য করছেন, “বাংলাদেশে হয়তো ছাত্রলীগ বিলীন হয়ে যাবে, কিন্তু সহিংসতা, সন্ত্রাস আর অস্ত্রবাজির ভয়ঙ্কর সংস্কৃতি ফিরে আসছে অন্য নামে, অন্য মুখে। আজকের চট্টগ্রামের চিত্রই তার প্রমাণ। রাজনীতি নয়, বর্বরতার রাজত্ব কায়েম করতে চায় তারা।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের উচিত মনে রাখা—অস্ত্রের ওপর ভরসা করে ছাত্রলীগ যেমন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি সহিংস পথ বেছে নিলে তাদের পরিণতিও হবে করুণ।”
জননিরাপত্তা ও শান্তিপূর্ণ রাজনীতির স্বার্থে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন —এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, সাধারণ জনগণই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে—এমন হুঁশিয়ারিও উঠে এসেছে সামাজিক প্রতিক্রিয়ায়।
সরকারি ও প্রশাসনিক মহলে এই বিষয়টি নিয়ে নীরবতা থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশা—চট্টগ্রামের এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ অস্ত্র হাতে রাজনীতির নামে তাণ্ডব চালাতে সাহস না পায়।
Leave a Reply