1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আমিরুল ও আবিদ

  • সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার

নেছার উদ্দিন সায়েম: কবি নজরুল ক্যাম্পাস প্রতিনিধি

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের মো. আবিদ হোসেন স্বরণ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর ) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির অফিস কক্ষে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন তাদের নাম ঘোষণা করেন।

মোট ২৫ জন ভোটারের মধ্যে ২১ জন ভোট প্রদান করে। প্রধান নির্বাচন কমিশনার  দৈনিক জনবাণীর নাজমুল খান সুজনের নেতৃত্বে সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একুশে টিভির আরিফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার মো.জুবায়ের ইসলাম, দৈনিক মানব কন্ঠের ফেরদৌস সাগর উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে অনান্য সদস্যরা হলো ভোরের ডাকের লিখন ইসলাম সহ-সভাপতি,
খন্দকার রাহিমা বেগম স্মৃতি বুলেটিন বার্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম দৈনিক খবর সংযোগ, অর্থ সম্পাদক মোঃ পলাশ মিয়া  দীপ্ত বার্তা,  দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার আজিম ঢাকা ওয়াচ২৪.কম, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার দৈনিক আমাদের মাতৃভূমি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— লামিস তাসনিম জুহা প্রতিদিনের খবর, মোঃ মাহমুদুল হাসান তাফির ( দৈনিক স্বদেশকন্ঠ) আল আমিন মোহ  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন।

সভাপতি আমিরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয় বরং একসাথে থেকে সত্য-ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য পেশাদারিত্ব এবং মর্যাদা অটুট রাখতে আমরা সকলকে নিয়ে  নিরলসভাবে কাজ করব।

নির্বাচিত সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, এই পদ আমার জন্য গৌরবের পাশাপাশি বড় দায়িত্বও বটে। সংগঠনের উন্নয়ন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
সহকর্মীদের সহযোগিতা পেলে আমরা একসাথে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাব।

অনুষ্ঠানে সমিতির সাবেক নেতৃবৃন্দ বর্তমান সদস্য এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটির সাফল্য ও সমিতির ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরও শক্তিশালী হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদে

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন