আবু সায়িদ সাআদ ইবনু মালিক বিন সিনান খুদরি (রা.) থেকে বর্ণিত, কতিপয় আনসারি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে কিছু চাইলেন। তিনি তাদেরকে দিলেন। পুনরায় তারা দাবি করল। ফলে তিনি (আবার) তাদেরকে দিলেন। এমনকি যা কিছু তাঁর কাছে ছিল তা সব নিঃশেষ হয়ে গেল। অতঃপর যখন তিনি সব জিনিস নিজ হাতে দান করে দিলেন, তখন তিনি বললেন, আমার কাছে যা কিছু আসে তা আমি তোমাদের না দিয়ে কখনই জমা করে রাখব না। (তবে) যে ব্যক্তি চাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। আর যে ব্যক্তি (চাওয়া থেকে) অমুখাপেক্ষিতা অবলম্বন করবে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোনো ব্যক্তি এমন কোনো দান দেওয়া হয়নি, যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তৃত হতে পারে। (সহিহ বুখারি, হাদিস : ১৪৬৯)
শিক্ষা
আলোচ্য হাদিসে কয়েকটি শিক্ষা ও নির্দেশনা রয়েছে। তা হলো,
১. উত্তম চরিত্র চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব।
২. দয়া, অনুগ্রহ, দানশীলতা ও অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়া নবীজি (সা.)-এর বৈশিষ্ট্য ও শিক্ষা।
৩. সাহায্যপ্রার্থীকে সাহায্য করতে না পারলে অপারগতা ও দুঃখ প্রকাশ করা উচিত।
৪. মুমিনের উচিত অন্যের মুখাপেক্ষী না হয়ে ধৈর্য ধারণ কর এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভের অপেক্ষা করা।
৫. মানুষের জীবন-জীবিকায় তাঁর প্রত্যাশার প্রতিফলন থাকে। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)
Leave a Reply