নির্বাচন বানচালের চক্রান্তকারীদের ইংগিত করে তিনি বলেন, সূশাসন সৃষ্টির জন্য আলোচনা দরকার। সেই আলোচনা শেষ হয়নি আলোচনা চলছে। রাজপথে নয় টেবিলে বসেই এর সমাধান হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে, বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার দ্বিবাষিক সম্বেলনে প্রধান অথিতির ভাষণে তিনি একথা বলেন।
জোটের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে জোটের কেন্দ্রীয় সভাপতি সেলিম ভুইয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
ডাঃ জাহিদ বলেন, শিক্ষা ও শিক্ষকদের জন্য যা কিছু করা হয়েছে তার ৭০ শতাংশই বিএনপি করেছে। আগামীতেও শিক্ষার উন্নয়নে কাজ করার কথা বিএনপি’র ৩১ দফায় রয়েছে। ইতিহাস মুছে ফেলা যাবে না উল্লেখ করে ডাঃ জাহিদ বলেন, নদী পথে নৌকায় করে যারা পালিয়েছে তাদের জনগন চেনে ও জানে। সেসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হোননি-রনাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীনের পর মন্ত্রীত্ব বা ক্ষমতা নয় চলে গেছেন ব্যারাকে। তিনি বয়স্কদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা ৭৪ এর দূর্ভিক্ষের কথা নিশ্চই ভুলেননি। মানুষ ও কুকুর একসাথে ডাষ্টবিনের খাওয়া খেয়েছে। এদেশের মানুষ শহীদ জিয়াকে শুধু ভালবাসেন না তাকে বিশ্বাস করতেন বলেন সিপাহী জনতা বিল্পব করে তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল।
তারই উত্তরসূরী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক জিয়াও দেশ ও জনগনের কথা ভাবছেন। তিনি বলেন সুশিক্ষিত জনবল ছাড়া আগামীর নুতন বাংলাদেশ গড়া যাবে না। তাই ৩১ দফায় দেয়া অঙ্গিকারের মাধ্যমে দেশের শিক্ষক সমাজের মৌলিক চাহিদাসমূহ পূরন করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা হবে।
Leave a Reply