বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে উপজেলা বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তবে বিএনপির নেতা-কর্মীরা ভোটের জন্য প্রস্তুত, জনগণও ভোট দিতে মুখিয়ে আছে।
সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, একরামুল হক মিলন, কাজী একরামুল হক, উপজেলা বিএনপির নেতা হারুন ভুইয়া, লুৎফুল কবির মানিক, মাস্টার আবু নাছের, মো. আলমগীর, হাজী মো. ইব্রাহীম, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিন ছোটন, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান টিপু, ছাত্রদল নেতা আজিজ আজমির প্রমুখ।
Leave a Reply