Author: নিজস্ব প্রতিবেদক

  • ঢাকায় ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াড ২০২৫এর পুরস্কার বিতরণ সম্পন্ন

    ঢাকায় ছাত্রশিবিরের কুরআন অলিম্পিয়াড ২০২৫এর পুরস্কার বিতরণ সম্পন্ন

     

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আয়োজিত এ অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, এবারের কুরআন অলিম্পিয়াডে মোট ৩০০০ (তিন হাজার) ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, যা একটি নতুন মাইলফলক। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে প্রতিটি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম এবং ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

    ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত উন্নয়ন ও ন্যায়ের পথে অগ্রসর হতে পারে না। কুরআন অলিম্পিয়াডের মাধ্যমে আমরা হাজারো শিক্ষার্থীকে কুরআনের পথে উদ্বুদ্ধ করতে পেরেছি — এটাই আমাদের সাফল্য। আমরা চাই, দেশের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে কুরআনের আলো পৌঁছে যাক।

    তিনি আরও বলেন, “এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুরআনকে ভালোবাসার একটি আন্দোলন। ভবিষ্যতেও এমন আয়োজন আরও বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।”

    বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাতুল আলম বলেন, “শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ছাড়া একটি জাতি টিকে থাকতে পারে না। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু জ্ঞান নয়, কুরআনের নীতি অনুসারে জীবন গড়ুক। ছাত্রশিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।”

    কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ান বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণ ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কুরআন অলিম্পিয়াড তার একটি বাস্তব উদাহরণ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কুরআনের আলোয় আলোকিত হয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। ভবিষ্যতেও এমন উদ্যোগ আরো ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল সম্মাননাপত্র।

     

  • জরুরিভিত্তিতে তেহরান খালি করতে বললেন ট্রাম্প

    জরুরিভিত্তিতে তেহরান খালি করতে বললেন ট্রাম্প

    জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেতে ও শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

    মঙ্গলবার (১৭ জুন) দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ এ বিবৃতি দিয়েছেন তিনি।  তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

    বিবৃতিতে অবশ্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়ে বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধারণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

    এর আগে, গত শুক্রবার গভীর রাতে বিনা উসকানিতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবসহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায়। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে।

  • ইশরাকের নামের আগে ‘মাননীয় মেয়র’, নগরভবনে করছেন সভা

    ইশরাকের নামের আগে ‘মাননীয় মেয়র’, নগরভবনে করছেন সভা

     

     

    বিএনপি নেতা ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই সমর্থকদের নিয়ে শপথ আয়োজন করবেন। গতকাল রবিবার ঘোষণা দেন, জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এ ছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।

    আজ সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন।

    যেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা রয়েছে।
    সভা সূত্রে জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

    ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা রয়েছে। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

    গতকালের ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
    এসব নিয়ে দুপুর ১টার দিকে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের।

  • আজ টিভিতে যে খেলা দেখবেন

    আজ টিভিতে যে খেলা দেখবেন

     

    যুক্তরাষ্ট্রে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আজ এলএ এফসির মুখোমুখি হবে চেলসি।

    ফিফা ক্লাব বিশ্বকাপ
    বোতাফোগো-সিয়াটল
    সকাল ৮টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

    চেলসি-এলএ এফসি
    রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

    বোকা জুনিয়র্স-বেনফিকা
    পরের দিন ভোর ৪টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

  • তেহরান থেকে সাধারণ জনগণ সরে যাচ্ছে

    তেহরান থেকে সাধারণ জনগণ সরে যাচ্ছে

     

    দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানের রাজধানী তেহরান থেকে সরে যাচ্ছেন সাধারণ মানুষ।

    রোববার (১৫ জুন) সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরানের পেট্রোল স্টেশনগুলোতে লম্বা লাইন তৈরি হয়েছে। অনেক মানুষ শহর ছেড়ে আরও প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার চেষ্টা করছেন।

    কিন্তু তেহরান থেকে বের হওয়ার রাস্তায় ব্যাপক ট্রাফিক জ্যাম থাকায় অনেকেই যেতে পারেননি।

    তেহরান থেকে অন্য একটি প্রদেশে চলে যাওয়া এক ব্যক্তি বিবিসি পার্সিয়ানকে বলেছেন, “আমি সত্যিই বুঝতে পারছি না আমি এখন যুদ্ধক্ষেত্রে আছি। আমি জানি না কখন আমি এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব।”

    তিনি আরও বলেন, “এই যুদ্ধ আমার যুদ্ধ নয়। আমি অন্য পক্ষেরও না। আমি শুধুমাত্র আমার পরিবারকে নিয়ে বাঁচতে চাই।”

    অপর একজন বলেছেন, “কোনো না কোনোভাবে সবাই তেহরান থেকে পালানোর চেষ্টা করছে।”

    আরেকজন বলেছেন, “তেহরান সত্যিই নিরাপদ নয়। ইসরায়েলি হামলা সম্পর্কে আমরা সরকার থেকে কোনো সতর্কতা বা বার্তা পাই না। আমরা শুধুমাত্র বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং আশা করতে থাকি যেন আমাদের জায়গায় যেন কোনো হামলা না হয়। কিন্তু আমরা কোথায় যাব? কোনো জায়গাই নিরাপদ নয়।”

    বিবিসি পার্সিয়ানের সাংবাদিক গোনচেহ হাবিবিয়াজাদ জানিয়েছেন, তেহরানের বাসিন্দারা বিভিন্ন ম্যাসেজিং অ্যাপে গ্রুপ খুলেছেন। তারা একে অপরের সঙ্গে সমন্বয় করে রাজধানী ছাড়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন, যারা তেহরান ছাড়ার চেষ্টা করছেন তাদের ইসরায়েলের সম্ভাব্য হামলা সম্পর্কেও এসব গ্রুপে সতর্ক করা হচ্ছে।

  • মিরাজ কেমন অধিনায়ক হবেন

    মিরাজ কেমন অধিনায়ক হবেন

     

    বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তন এসেছে আরেক দফা। বোর্ড সভাপতির পর বদলে গেছে অধিনায়কও। আগামী এক বছরের জন্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। এ নিয়ে আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগ শুরু হলো বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পেলেও অধিনায়ক হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন মিরাজ। দুই দফায় বাংলাদেশকে ছয় ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে কেমন ছিলেন মিরাজ? তাঁর নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎই-বা কেমন?

    বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মোট ৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মিরাজ। এর মধ্যে রয়েছে ৪টি ওয়ানডে ও ২টি টেস্ট। ফলাফল তাঁর পক্ষে নয়। ৪টি ওয়ানডের ৪টিতেই হেরেছেন বাজেভাবে। জয় বলতে শুধু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদের টেস্টে হারানো। তবে তাঁর অধিনায়কত্বের মধ্যে ছিল বেশ কিছু ইতিবাচক দিক। আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ায় প্রায় দুই মাসের জন্য দলের নেতৃত্ব পান মিরাজ।

    অধিনায়ক হিসেবে মিরাজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হয়েছিল সমালোচনা
    অধিনায়ক হিসেবে মিরাজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হয়েছিল সমালোচনাক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
    আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লড়াই দিয়ে অভিষেক হয় তাঁর। প্রথমে ব্যাট করে ২৪৪ রান করে বাংলাদেশ। চারে নেমে ১১৯ বলে ৬৪ রানের ইনিংস দলকে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচালেও ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা হয়েছিল প্রচুর। আফগানরা সে রান টপকে গিয়েছিল ১০ বল হাতে রেখেই। বল হাতে ১০ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

     

    ওয়ানডে অধিনায়কত্বের শুরুটা ভালো না হলেও টেস্ট অধিনায়ক হিসেবে চমকে দিয়েছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছিল ২০১ রানে। বড় ব্যবধানে হারলেও সে ম্যাচে নজর কেড়েছিল অধিনায়ক মিরাজের সিদ্ধান্ত। ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান করেই সিদ্ধান্ত নেয় ইনিংস ঘোষণা করার। চতুর্থ দিনের শুরুতে দল তখনো ১৮১ রানে পিছিয়ে। মিরাজের সিদ্ধান্ত ভরকে দিয়েছিল অনেককে। মিরাজ চেয়েছিলেন দিনের শুরুতে পিচকে কাজে লাগিয়ে দ্রুত উইন্ডিজের কিছু উইকেট তুলে নিতে। মিরাজের সাহসী সিদ্ধান্ত সফলও হয়েছিল। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ গুঁড়িয়ে গিয়েছিল মাত্র ২ সেশনে, বোর্ডে ১৫২ রান ছিল তাদের সংগ্রহ। তাসকিন নিয়েছিলেন ৬ উইকেট, মিরাজ ২টি। ৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো একা টিকে ছিলেন মিরাজ। ১৩২ রানের ইনিংসে ৪৫ রান ছিল তার। কিন্তু তাঁর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন অনেকে।

    অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ
    অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজপ্রথম আলো
    এ ছাড়া বিভিন্ন মেয়াদে ছিলেন বিপিএল দলের অধিনায়ক। তবে পুরো মৌসুম অধিনায়কত্ব করেছেন দুবার—২০১৯ বিপিএলে রাজশাহী কিংসের ও ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্সের। প্রথমবার দলকে নিয়ে গিয়েছিলেন পঞ্চম স্থানে, নেট রানরেটে পিছিয়ে থেকে সুযোগ হয়নি পরবর্তী রাউন্ডে যাওয়ার।
    দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে সিরিজ ড্র করে টাইগাররা। সে ম্যাচেও মিরাজের অধিনায়কত্ব নজর কেড়েছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং করা, দ্রুত বোর্ডে রান জমা করে ইনিংস শেষ করা। এমনকি চতুর্থ ইনিংসে তাঁর বোলিং পরিবর্তনগুলোও ছিল চোখে পড়ার মতো। বড় কোনো জুটি গড়ে উঠতে দেননি, বরং নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে তুলে নিয়েছেন অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয়। কিন্তু ওয়ানডে সিরিজ ছিল একেবারে বিপরীত। তিন ম্যাচের একটিতেও বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৯৪ ও ৩২১ রানের বিশাল পুঁজি নিয়েও কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে পারফর্ম করলেও বল ও নেতৃত্ব—দুই জায়গাতেই মুখ থুবড়ে পড়েছিলেন তিনি।

    ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি
    মিরাজ প্রথম নজর কেড়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে। ২০১৪ ও ২০১৬—দুই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে না পারলেও ২০১৬ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। দেশের মাটিতে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মোট ৪৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। এর মধ্যে মোট জয় ৩০টি। পরাজয় ১৭ ও একটি ম্যাচে আসেনি কোনো ফলাফল। ৪৮ ম্যাচে ছিল ৯টি হাফ সেঞ্চুরি ও ১ বার নিয়েছিলেন ৫ উইকেট।

    বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ
    বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজপ্রথম আলো
    এ ছাড়া বিভিন্ন মেয়াদে ছিলেন বিপিএল দলের অধিনায়ক। তবে পুরো মৌসুম অধিনায়কত্ব করেছেন দুবার—২০১৯ বিপিএলে রাজশাহী কিংসের ও ২০২৫ বিপিএলে খুলনা টাইগার্সের। প্রথমবার দলকে নিয়ে গিয়েছিলেন পঞ্চম স্থানে, নেট রানরেটে পিছিয়ে থেকে সুযোগ হয়নি পরবর্তী রাউন্ডে যাওয়ার। কিন্তু ২০২৫ সালে খুলনা টাইগার্সকে নিয়ে ঠিকই এলিমিনেটর পর্ব পার হয়েছিলেন মিরাজ। চিটাগং কিংসের কাছে শেষ বলে না হারলে হয়তো অধিনায়ক হিসেবে ফাইনাল খেলাটা হয়ে যেত তাঁর।

    সব মিলিয়ে অধিনায়ক হিসেবে মিশ্র যাত্রা মেহেদী মিরাজের। গত বছর অধিনায়কত্ব করেছিলেন শান্তর ইনজুরির সুবাদে। এখন নতুন করে সব গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন, দলও সাজাতে পারবেন নিজের মতো। আগামী এক বছরের জন্য দায়িত্বটা তাঁর কাঁধেই। দেখা যাক বাংলাদেশ দলের এই দুঃসময়ে কতটা হাল ধরতে পারেন তিনি।

     

    সূত্র: প্রথম আলো

  • আমি জামাতের সদস্য নই, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি: আমান আযমী

    আমি জামাতের সদস্য নই, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি: আমান আযমী

     

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমান আযমী বলেছেন, তিনি জামাতের কোনো আনুষ্ঠানিক সদস্য বা সমর্থক নন। রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হওয়ার মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নেননি।

    সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, “আমি জামাতের সাথে কোনো ফর্ম ফিলআপ করে সদস্য হইনি, এমনকি সমর্থক হিসেবেও আনুষ্ঠানিকভাবে কিছু করিনি। আমি রাজনীতিতে সক্রিয় নই এবং এই মুহূর্তে রাজনীতি করারও কোনো সিদ্ধান্ত নেই।”

    তাঁকে জামাতের নেতৃত্বে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আমান আজমী বলেন, “জামাতে পিতার পরিচয়ে কেউ নেতা হয় না। ওরা ক্যাডারভিত্তিক একটা সিস্টেম মেনে চলে। আমি তো সেই সিস্টেমের ভেতরে নেই, তাহলে আমির হওয়ার প্রশ্নই ওঠে না।”

    তবে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই সাবেক সেনা কর্মকর্তা। তাঁর ভাষায়, “আমি বলিনি রাজনীতি করবো না। পরিস্থিতি যদি দাবি করে, তাহলে ভাববো। তবে এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।”

    দলের সম্ভাব্য ক্ষমতায় আসা প্রসঙ্গে তিনি বলেন, “জামাতের মাঠপর্যায়ে অবস্থা কেমন, সেটা নির্ভর করবে ভবিষ্যতের রাজনীতিক প্রেক্ষাপটে। এখনই আগাম কিছু বলা সম্ভব না। আমাদের ভোটাররাও সুইং ভোটার। ভোটের ফল আগাম বলা খুব কঠিন।”

    জামাতের দুর্নীতিবিরোধী ভাবমূর্তি নিয়েও মন্তব্য করেন আমান আযমী। তিনি বলেন, “জামাতের অতীতে যারা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। বরং সরকারি আমলারা তাদের সততা ও দক্ষতার প্রশংসাই করেছেন। আমি বিশ্বাস করি, জামাত কেউ দায়িত্ব পেলে দুর্নীতির সঙ্গে জড়াবে না।”

    দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি বলেন, “আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি চাই, যতদিন বেঁচে থাকি, মানুষের জন্য কাজ করতে। কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমি ইতোমধ্যে যুক্ত হয়েছি। তবে রাজনীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিইনি।”

    সূত্র: https://www.facebook.com/share/v/1AfSECqndb/

  • ছাত্রশিবির কাউকে ছেড়ে যায় না, আপনারা সন্তানদের ছাত্রশিবিরে কানেক্ট করার চেষ্টা করবেন: ফরহাদ

    ছাত্রশিবির কাউকে ছেড়ে যায় না, আপনারা সন্তানদের ছাত্রশিবিরে কানেক্ট করার চেষ্টা করবেন: ফরহাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ জানিয়েছেন, তাঁর ছাত্রজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সংগঠনটি ছিল ছায়ার মতো সঙ্গী। পাহাড়ি দুর্গম এলাকায় বেড়ে ওঠা এবং রক্ষণশীল পারিবারিক পরিবেশে শিক্ষা অর্জনের যে সংগ্রাম, তা সহজ হয়েছে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে।

    এক প্রতিক্রিয়ায় এসএম ফরহাদ বলেন, “আমার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং কৃষিকাজ করতেন। আমাদের পারিবারিক অবস্থান থেকে উচ্চশিক্ষা পাওয়া ছিল খুবই কঠিন। কিন্তু এই কাজটা সহজ হয়েছে ইসলামী ছাত্রশিবিরের বদৌলতে। এই সংগঠন আমাকে শুধু পড়াশোনার সুযোগই দেয়নি, বরং আমাকে পরিপূর্ণ একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

    তিনি জানান, সংগঠনের সিনিয়র ভাইদের বই পড়েই তাঁর পাঠাভ্যাস তৈরি হয়। “আমি যদি জীবনে ২০০০ বই পড়ে থাকি, তার ১৫০০ বইই সংগঠনের ভাইদের দেওয়া। কখনো কখনো আমার দরকারি পড়াশোনার খরচও সংগঠন মিটিয়েছে।”

    তিনি আরও বলেন, “শিবির আমাকে দ্বীন শিখিয়েছে, নামাজ পড়তে শিখিয়েছে এবং নিয়মশৃঙ্খল জীবন যাপন করতে শিখিয়েছে। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সবসময় আমাদের খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।”

    তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের সন্তানদের ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করুন। আপনার সন্তান বিপথে যাবে না। এই সংগঠনের প্রাক্তনরাও সবসময় সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজস্ব অর্থায়নে পরিচালনায় ভূমিকা রাখেন।”

    এসএম ফরহাদের মতে, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনো কাউকে ছেড়ে যায় না।”

  • বাবা দিবসের ইতিহাস

    বাবা দিবসের ইতিহাস

    বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস। এ হিসেবে বিশ্বব্যাপী আজ পালন হচ্ছে দিবসটি।

    এ দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্‌যাপন করা হয়। কিন্তু কীভাবে শুরু হলো বাবা দিবস উদযাপন? ধারণা করা হয়, বিংশ শতাব্দীর প্রথমদিকে বাবা দিবস পালন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়।

    ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার ফেয়ারমন্ট এলাকার এক গির্জায় ‘বাবা দিবস’ প্রথম পালিত হয়। অন্যদিকে ১৯০৯ সালে ভার্জিনিয়ায়ও বাবা দিবস পালন করা হয়। এরপর ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন মা দিবসের পাশাপাশি বাবা দিবস পালন করা হয়।

    ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন। তিনি ঘোষণা করেন, একটি দিন মায়ের সম্মানের জন্য উৎসর্গের পাশাপাশি বাবার সম্মানের জন্যও উৎসর্গ করা হবে।

    কিন্তু অনেকেই দিবসটিকে প্রশ্নবিদ্ধ করে তোলেন। দাবি করেন, সন্তানের প্রতি মায়ের মমতা ও মানসিক টান বাবার মধ্যে অনুপস্থিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মায়ের পাশাপাশি বাবাও যে সন্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ, এ ধারণা ধীরে ধীরে মানুষের মধ্যে দানা বাঁধতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়।

    সনোরা স্মার্ট ডডের অনেক প্রচেষ্টার পর বাবা দিবসের ধারণাটি আশার আলোর দেখা পায়। ক্যালেন্ডারে দিনটি আলাদাভাবে চিহ্নিত করা হয়।

    এরপর ১৯২৪ সালে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ দিবসটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করেন।

    শুরুর দিকে বাবা দিবসের এতটা জনপ্রিয়তা না থাকলেও বর্তমানে বাবা দিবসকে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। আপনি জানলে অবাক হবেন, বাবা দিবস পালনে প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন আমেরিকানরা। শুধু আমেরিকানই নয়, একজন প্রকৃত সন্তান হিসেবে বাঙালিদেরও উচিত এই বিশেষ দিনটিতে নিজের বাবাকে সম্মান এবং শ্রদ্ধা করা।

  • চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

    চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

     

    ভোলা (বোরহানউদ্দিন):
    ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মারধরের শিকার হয়েছেন এক মাদ্রাসাছাত্র। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছেন।

    আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বাজারে চাঁদা আদায়ের প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

    ভুক্তভোগী মুজাহিদ জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারিভাবে ইজারাবিহীন এ বাজারে খাজনার নামে জোর করে চাঁদা আদায় করে আসছে। তিনি ব্যবসায়ীদের চাঁদা না দিতে অনুরোধ করলে প্রথমে হুমকি দেওয়া হয়। পরে তিনি পরিস্থিতি মোবাইলে ধারণ করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক লোক তাকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়।

    হামলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু।
    মুজাহিদের অভিযোগ, “ওরা বলে বাজারের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারাভুক্ত! অথচ উপজেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে—এই বাজারটি কোনোভাবেই সরকারিভাবে ইজারাভুক্ত নয়।”

    এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    এদিকে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।