Author: নিজস্ব প্রতিবেদক

  • সারাদেশে কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন ফি ৪০ টাকা

    সারাদেশে কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন ফি ৪০ টাকা

    বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

    পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
    শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
    বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি
    দৃষ্টিশক্তি: ৬/৬

    চাকরির ধরন: স্থায়ী
    প্রার্থীর ধরন: নারী-পুরুষ
    বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)
    কর্মস্থল: যে কোনো স্থান
    বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

    বয়স: ২৪ জুলাই ২০২৫ তারিখে ১৮-২০ বছর

    আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ পুলিশ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

    আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪০ টাকা পাঠাতে হবে।

    আবদেন শুরু: ০১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ সময়: ২৪ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

     

  • ঢাকায় ‘রাসেলস ভাইপার’

    ঢাকায় ‘রাসেলস ভাইপার’

    ঢাকার দোহার থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করেছে সেভ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ন্যাচার (এসডব্লিউএএন) নামের একটি সংগঠন। আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার পর সাপটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদনান আজাদ।

    তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা তিনজন দোহারে যাই। সেখান থেকে সাপটি উদ্ধার করি। বন বিভাগের নির্দেশনায় আমরা এটি অবমুক্ত করবো।

    প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল বিষধর চন্দ্রবোড়া বা উলুবোড়া বা রাসেলস ভাইপার। গত কয়েক বছর বিশেষ করে ২০২৪ সালে আতঙ্ক ছড়ায় সর্বত্র। এক সময় দেশের বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিললেও ২০২৪ সালে ৩২ জেলায় পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

    বিশেষজ্ঞরা বলছেন, সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে দেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার গতবছর জানায়, ২০১৩ থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেশের ৩২টি জেলায় রাসেলস ভাইপারের দেখা মিলেছে।

    প্রতিষ্ঠানের তথ্য যাচাই করলে দেখা যায়, ২০১৩ সাল থেকে এই সাপের বিস্তৃতি বাড়ছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ৯টি জেলায় এই সাপ দেখা যায়। ২০১৮ সালে এই সাপ থাকা জেলার সংখ্যা বেড়ে হয় ১১টি।

    ২০২৩ সালে ২৩টি জেলায় এই সাপ নথিভুক্ত করেন ভেনম রিসার্চ সেন্টারের গবেষকরা। সর্বশেষ ২০২৪ সালের মে পর্যন্ত ৩২টি জেলায় এই সাপের দেখা মেলে।

    facebook sharing button
    messenger sharing button
    whatsapp sharing button
    twitter sharing button
  • শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা নির্বাচিত

    শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা নির্বাচিত

     অনলাইন ডেস্ক

    শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীন চার বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

    গতকাল শনিবার রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী বালুর মাঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ চারটি বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়।

    বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দুর উপস্থিতিতে শিক্ষার্থীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে স্ব-স্ব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

    আজ রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই কাউন্সিলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নিম্নোক্ত নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।

    স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদল :

    সভাপতি : মো. মাহফুজুর রহমান (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশিকুর রহমান)
    সাধারণ সম্পাদক : মো. তাহসিন আহমেদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তু)

    নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল :

    সভাপতি : মো. মঈন উদ্দিন
    সাধারণ সম্পাদক: তাহসিন আহমেদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম আহমেদ)

    বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল : 

    সভাপতি : মো. আয়াত উল্লাহ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল হাসিব)
    সাধারণ সম্পাদক: মো. রাজিব (নিকটতম প্রতিদ্বন্দ্বী এ. বি. এম সিদ্দিকুর রহমান (আবু)

    হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল:

    (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
    সভাপতি : ইশতিয়াক আহমেদ রাজীব
    সাধারণ সম্পাদক : মো. রাব্বী

    নব-নির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রদলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

  • উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না : সারজিস আলম

    উমামার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না : সারজিস আলম

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। নিজের পোস্টে তিনি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এবং বলেছেন, “সুবিধাবাদীরা পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মটিকে খেয়ে ফেলেছে।”
    এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “উমামা ফাতেমার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো নয়, আবার সব গ্রহণ করার মতোও নয়।”
    সারজিস আলম বলেন, “উমামা ফাতেমা গণ-অভ্যুত্থানের সময় নারীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কারণেই অভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।”
    তিনি আরও বলেন, “অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রত্যেক মানুষ সবকিছু দেখে নিজের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। আমাদের প্রত্যাশা অনুযায়ী সবকিছু না-ও হতে পারে। আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে প্রথমবার যাচ্ছি, তাই অনেকেই না বুঝেই এমন কিছু করছে যা অন্যদের কাছে অপ্রত্যাশিত মনে হতে পারে।”
    উমামার অভিযোগ নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলার আগ্রহও প্রকাশ করেছেন সারজিস আলম। তিনি বলেন, “আমার জানা দরকার, কোন জায়গাগুলোতে তিনি সীমাবদ্ধতা অনুভব করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, তা নিয়েও আলোচনা করতে হবে।”
  • মামলা তুলে নিতে চান সেই নারী, বললেন— ‘সবাই শান্তিতে থাকুক’

    মামলা তুলে নিতে চান সেই নারী, বললেন— ‘সবাই শান্তিতে থাকুক’

    কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে চাচ্ছেন বাদী। তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করেই মামলা করেছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে মামলা তুলে নিতে বাদীপক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানিয়েছেন, অভিযোগ নিয়ে গভীরভাবে তদন্ত করছেন তারা।

    ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করার অভিযোগ এনে গত শুক্রবার রাতে মুরাদনগর থানায় মামলা করেন এক নারী। ওই নারীর দাবি, বৃহস্পতিবার রাতে তার বাবা-মা বাড়িতে ছিলেন না। এসময় ফজর আলী নামের একজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

    শনিবার (২৮ জুন) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    প্রায় এক মিনিটের ভিডিওটিতে দেখা যায়, বিবস্ত্র ওই নারীকে ৮-১০ জন যুবক মারধর করছেন আর নারীটি বাঁচার আকুতি জানাচ্ছেন।

     

    মামলা দায়েরের পর ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল আসামি ফজর আলীও রয়েছেন।

    তবে রোববার (২৯ জুন) গণমাধ্যমে মামলার বাদী জানান, তিনি মামলাটি তুলে নিতে চান। দ্রুতই থানায় মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করবেন বলে জানান তিনি।

    ওই নারী বলেন, ‘আমি ১০ জনের শান্তি চাই, যেন সবাই শান্তিতে থাকুক। আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন মামলা করে কী লাভ। আমি মামলা তুলে নেব। আমার স্বামী বলেছেন, মামলা তুলে নিতে। যেন এসবে আমি না যাই। পরিবারের কারো সঙ্গে পরামর্শ না করেই মামলা করে ফেলছিলাম। এখন সবাই চায় মামলা তুলে নিতে।’

    মামলা তুলতে কেউ চাপ দিচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে কেউ চাপ দেয়নি, কেউ টাকার লোভও দেখায়নি।’ প্রধান অভিযুক্ত ফজর আলী সম্পর্কে তিনি বলেন, ‘ফজর আলীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, ওই টাকা লেনদেন নিয়ে আমাদের মাঝে কথা হতো।’

    তবে মামলা তুলে নিতে এখন পর্যন্ত থানায় বাদী কোনো আবেদন করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনের মধ্যে সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছে। সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। আমরা গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি।’

    সরেজমিনে গিয়ে যা দেখা গেল

    রোববার সকালে রামচন্দ্রপুর বাহেরচর পাঁচকিত্তা গ্রামে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়িতে শত শত লোকজন ভিড় করছে। নির্জন বাড়ি হওয়ায় মুরাদনগর থানা পুলিশের একটি দল ওই নারীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। সকাল ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যকে ঘটনার তদন্ত করতে দেখা যায়।

    বাদীর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আসামি ফজর আলীর বাড়ি। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরই ঘরে তালা দিয়ে বাড়ির সবাই পালিয়েছে বলে জানায় স্থানীয়রা।

    তবে ফজর আলীর বাবার সঙ্গে কথা বললে তিনি জানান, ‘আমার ছেলে এক সময় আওয়ামী লীগ করত। তাকে ফাঁসানো হয়েছে। পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই মহিলার বাড়িতে নিয়ে তাকে মারধর করা হয়েছে। শুনেছি তার দুই পা ভেঙে ফেলেছে।’

    ঘটনাস্থল পরিদর্শনের সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ফজর আলী ছাড়া অপর চারজনের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

  • নেইমারকে যে কড়া বার্তা দিলেন আনচেলত্তি

    নেইমারকে যে কড়া বার্তা দিলেন আনচেলত্তি

    চোটের কারণে দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাইরে রয়েছেন নেইমান জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে দুটি ম্যাচ খেললেও সেখানে ছিলেন না তিনি। তবে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনার মধ্যেই রয়েছেন এই তারকা ফুটবলার। তাই নেইমারকে প্রস্তুতি নেওয়া বার্তা দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

    দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।

    বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন ৩৩ বছর বয়সি নেইমার। যেখানে এই সপ্তাহেই নিজের চুক্তি বছরের শেষ পর্যন্ত নবায়ন করেছেন তিনি। তবে ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। গত পাঁচ মাসে মাঠে নেমেছেন মাত্র ১২ বার, গোল করেছেন ৩টি।

    ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হয়েও জাতীয় দলের বাইরে থাকা নেইমার কি আর একবার নিজের সেরা রূপে ফিরতে পারবেন? এমন প্রশ্ন তুলছে বিশ্লেষকরা। তাইতো বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে এখন থেকেই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে নেইমারকে। এমনটাই নেইমারকে মনে করিয়ে দিয়েছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
  • সিটি করপোরেশন হতে প্রস্তুত বগুড়া, যাচ্ছে চিঠি

    সিটি করপোরেশন হতে প্রস্তুত বগুড়া, যাচ্ছে চিঠি

    বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগেই। এ বিষয়ে নাগরিকদের করা আবেদনের গণশুনানি কার্যক্রমও সম্প্রতি সম্পন্ন হয়েছে; যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বগুড়া সিটি করপোরেশনের ঘোষণা দিয়ে গেজেট প্রকাশে সংশ্লিষ্ট পর্যায়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসন সূত্র জানায়, রবি বা সোমবার নাগাদ সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হবে। বগুড়া সব দিক থেকে সিটি করপোরেশনের মর্যাদা পেতে প্রস্তুত। সংশ্লিষ্ট পর্যায় থেকে চিঠির জবাব এলে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

    এর আগে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করার প্রথম ধাপ হিসেবে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ ২৭ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবরে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে দাখিল করতে বলা হয়।

    জানা যায়, গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পার হওয়ার পর শহরের জলেশ্বরীতলা এলাকার আল আমিন, সদরের কুটুরবাড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলাম, বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহম্মেদ কবির মিন্টু, শাকপালা এলাকার মোস্তাফিজুর রহমান, বগুড়া নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব অধ্যাপক আসম আব্দুল মালেক ও বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষসহ অন্যরা আবেদন করেছেন।

    বগুড়া নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব অধ্যাপক আসম আব্দুল মালেক জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে প্রস্তাবিত মহানগরীতে ৬টি ইউনিয়নকে সংযুক্ত করে মহানগরের সীমানা নির্ধারণ করার আহ্বান করেন। ওই আবেদনে তিনি সাবগ্রাম ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, নিশিন্দারা ইউনিয়ন, এরুলিয়া ইউনিয়ন, ফাঁপোড় ইউনিয়ন এবং আশেকপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান।

    অধ্যাপক আব্দুল মালেক জানান, দীর্ঘদিন বগুড়া পৌরসভার বাসিন্দারা বঞ্চনার শিকার হয়েছেন। বগুড়া শহরের চারপাশ দ্রুতগতিতে নগরায়ণ হচ্ছে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে বগুড়া সদর উপজেলা এবং শাজাহানপুর উপজেলার একটি ইউনিয়নের এলাকা বগুড়া মহানগরীর সঙ্গে যুক্ত করে সীমানা নির্ধারণ আবশ্যক।

    জেলা প্রশাসনের তথ্যমতে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর ৪ নং অনুচ্ছেদ অনুসারে সিটি করপোরেশনের মানদণ্ড অনুযায়ী সব শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা।
    বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, আবেদনকারীদের আবেদনের বিষয় তুলে ধরে দ্রুত সিটি করপোরেশন ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হবে।

    জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, সিটি করপোরেশন হতে সব শর্ত পূরণ করে প্রস্তুত বগুড়া পৌরসভা। দ্রুত বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট পর্যায় চিঠি পাঠানো হবে।

  • নতুন বাংলাদেশ দিবস বদল হতে পারে

    নতুন বাংলাদেশ দিবস বদল হতে পারে

    সরকার ঘোষিত ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিলের পথে। অন্তর্বর্তী সরকারের শুরুর দিন ৮ আগস্টকে কেন্দ্র করে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নানা রাজনৈতিক দলের বিরোধিতার মুখে পুনর্বিবেচনায় পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ৫ আগস্টকেই দিবসটির নতুন তারিখ হিসেবে বিবেচনায় নেওয়া হতে পারে।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন তিন দিবসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে গত বুধবার পৃথক তিনটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

    এর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, দিবসের নাম পরিবর্তনের জন্য ফের প্রস্তাব দেওয়ার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মৌখিক আলোচনা হয়েছে। আজ রোববার অফিস খোলা হলে প্রধান উপদেষ্টার দপ্তরে নতুন করে প্রস্তাব পাঠানো হতে পারে।

    এ ছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন মহলের আপত্তির পরিপ্রেক্ষিতে সরকার এখন দিবসগুলোর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিন্তা করছে।

    ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ করার ঘোষণায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও।

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

  • গভীর রাতে তরুণীসহ আটক জবি ছাত্রদল নেতা রিফাত, ভিডিও ভাইরাল

    গভীর রাতে তরুণীসহ আটক জবি ছাত্রদল নেতা রিফাত, ভিডিও ভাইরাল

    গভীর রাতে নারীসহ আটক জবি ছাত্রদল নেতা  © টিডিসি সম্পাদিত

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থী রিফাত আরেফিনকে গভীর রাতে বরগুনার বেতাগী পৌরসভা এলাকায় এক তরুণীসহ আটক করেছে স্থানীয়রা।

    শনিবার (২৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের আটক ও জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের ভেতর অন্ধকারে রিফাত ও এক তরুণীকে আটকে রেখেছেন স্থানীয়রা। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিওতে রিফাত আরেফিনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ভিডিওতে তরুণীটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে নানা আলোচনা। বিষয়টি নিয়ে জানতে চাইলে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিচ্ছি। যদি এটি সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

    রিফাত আরেফিন দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে আসছিলেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ছাত্রদল কিংবা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • আইপিএস অফিসার পরাগ জৈন হলেন ‘র’-এর নতুন প্রধান

    আইপিএস অফিসার পরাগ জৈন হলেন ‘র’-এর নতুন প্রধান

    ভারতের বহির্বিশ্ব গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা পরাগ জৈন। শনিবার (২৮ জুন) কেন্দ্রীয় সরকার তাকে এই পদে নিযুক্ত করেছে।

    আগামী ১ জুলাই থেকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের কর্মকর্তা। যোগদানের মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থাটির বর্তমান প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ৩০ জুন অবসর গ্রহণ করবেন রবি সিনহা।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, পাকিস্তানে ‘সন্ত্রাসীদের’ আস্তানাগুলোতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য গোয়েন্দা তথ্য সরবরাহ করে তিনি ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে।

    বর্তমানে পরাগ জৈন ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কর্মরত আছেন। এই সংস্থা ভারতের আকাশপথে গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ‘র’-এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

    এর আগে পাঞ্জাবের সন্ত্রাসবাদ সংকটের সময় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অতীতের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে র-এর পাকিস্তান ডেস্কে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের সময় তিনি নিযুক্ত ছিলেন জম্মু ও কাশ্মীরে।

    ভারতীয় গণমাধ্যম বলছে, শ্রীলঙ্কা এবং কানাডায় কূটনৈতিক এবং গোয়েন্দা দায়িত্বও পালন করেছেন জৈন, যেখানে তিনি খালিস্তানি সন্ত্রাসী মডিউল পর্যবেক্ষণ করেছেন। তিনি জাতীয় নিরাপত্তা এবং বিদেশী গোয়েন্দা সম্পর্কিত বেশ কয়েকটি সংবেদনশীল পদেও দায়িত্ব পালন করেছেন তার কর্মজীবনে।