Author: নিজস্ব প্রতিবেদক

  • পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ: ডিএমপি

    পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ: ডিএমপি

    এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ঢাকার খাবার

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্ন স্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

    এই আদেশ আগামী ২৬ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলা পর্যন্ত বলবৎ থাকবে।

     

  • হতাশা দূর করতে যে দোয়া পড়বেন

    হতাশা দূর করতে যে দোয়া পড়বেন

    দুনিয়ার জীবনে নিরবচ্ছিন্ন সুখ-সাচ্ছন্দ্য কম মানুষই পায়। জীবনে নানা রকম সমস্যা, সংকট থাকেই। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে, বিপদ-আপদ আসে। বিভিন্ন রকম দুশ্চিন্তা, হতাশা, আশংকা আমাদের অন্তরকে অস্থির করে রাখে। এ রকম অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর ওপর ভরসা ও দোয়াই ‍মুমিনের সম্বল।

    হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাত বার করে পাঠ করলে দুনিয়া ও আখেরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার বলে,

    حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

    উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম

    অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।

    তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। (ইবনুস সুন্নী ফি আমালিল ইয়াওমি ওয়াল-লাইলাহ: ৭১)

    এ দোয়াটিতে আল্লাহর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। কঠিন বিপদমুহূর্তে এ দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবি; হজরত ইবরাহিম (আ.) এবং আমাদের নবি হজরত মুহাম্মাদ (সা.)। আল্লাহর নবি হজরত ইবরাহিমকে (আ.) তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এ দোয়াটি পড়েছিলেন। আমাদের নবি হজরত মুহাম্মাদও (সা.) এ দোয়াটি পড়েছিলেন, যখন মুসলমানরা ওহুদে বিপর্যয়ের মুখে পড়ে, অনেকে শহিদ হন, এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। (সহিহ বুখারি: ৪৫৬৩)

    ইসলামে যে কোনো অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া বা আশা হারিয়ে ফেলা নিষিদ্ধ। ইসলামের শিক্ষা হলো, ভালো ও খারাপ সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করতে হবে। শত প্রতিকুলতার মধ্যেও আশা হারানো যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা অবিশ্বাসীরাই নিরাশ হয়। আল্লাহ বলেন,

    لَا تَایْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللهِ اِنَّهٗ لَا یَایْـَٔسُ مِنْ رَّوْحِ اللهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ.
    আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। (সুরা ইউসুফ: ৮৭)

  • মার্কিন ঘাঁটিতে হামলার পর যে বার্তা দিলেন খামেনি

    মার্কিন ঘাঁটিতে হামলার পর যে বার্তা দিলেন খামেনি

    ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, “আমরা কারো উপর আগ্রাসন করিনি এবং আমরা যেকোনো পরিস্থিতিতে কারো কাছ থেকে আগ্রাসন মেনে নেব না।”

    মঙ্গলবার (২৪ জুন) এক্সে করা এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে ইরানের বিপ্লবী বাহিনী এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করে।

    এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। তারা বলছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন “দুর্বলতার” স্থান। ইরান নিজ দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনও আগ্রাসনের প্রতিক্রিয়ায় কখনো উত্তরহীন থাকবে না।

    ইরানের হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।”

    সূত্র : রয়টার্স

  • কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু

    কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু

    মো: নেছার উদ্দিন সায়েম, কবি নজরুল কলেজ প্রতিনিধি

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

    আজ সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিমের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান।

    প্রধান অতিথির বক্তব্যে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায়। যেখানে সব দল মতের মানুষ থাকবে এবং শিক্ষার্থীরাই বেছে নিবে কোন মতের মানুষ, কোন মতের সংগঠন সবচেয়ে ভালো তারাই তাদের সঙ্গে থাকবে। ছাত্রদল গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সমস্ত দল মতের মানুষকে নিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য উদার আহবান জানাই।

    সভাপতির বক্তব্যে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম নতুনদের কে ছাত্রদলের পতাকাতলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন, যা এদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সাম্যের পক্ষে কথা বলে। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে রাজনীতি করার পরিবেশ ছিল না, এখন তা সৃষ্টি হয়েছে। যা অসংখ্য মানুষের রক্ত, ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত।

    তিনি আরও বলেন, এখনও কিছু কুচক্রী মহল রয়েছে, যারা উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে।

     

  • সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

    সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

    সূত্রটি জানায়, কাজী হাবিবুল আউয়ালকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

    এর আগে আজ সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

    দায়ের করা মামলায় উল্লিখিত অভিযোগ, ২০১৮ সালের অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    এদিকে সাবেক সিইসি নূরুল হুদাকে মব সৃষ্টি করে লাঞ্ছনার ঘটনায় বিবৃতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রোববার (২২ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

  • উপুড় হয়ে ঘুমানোর ফলে শরীরে কী হয়

    উপুড় হয়ে ঘুমানোর ফলে শরীরে কী হয়

    ভালো ঘুম সবার জন্য জরুরি। ভালো ঘুমের জন্য কিছু অভ্যাস মেনে চলা দরকার। ঘুমের ভঙ্গিও একেক জনের একেক রকম। কেউ চিৎ হয়ে, কেউ পাশ ফিরে, কেউ উপুড় হয়ে ঘুমাতে পছন্দ করেন। উপুড় হয়ে ঘুমালে হয়তো তাৎক্ষণিক আরাম লাগে, কিন্তু শরীরের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব ক্ষতিকর।

    ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড ও ফুসফুসে চাপ পড়ে। এর ফলে ঘুমের মান ও শরীরের বিশ্রাম ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে চিৎ হয়ে বা পাশ ফিরে শোয়ার পরামর্শ দেন তারা।

    উপুড় হয়ে ঘুমালে মেরুদণ্ড ও অন্ত্রে চাপ পড়ে। এই অভ্যাসে কারণে দীর্ঘসময় ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। ঘুমের ব্যাঘাত ঘটে, বিশ্রামও ঠিকমতো হয় না। ফলে ঘুমের ঘাটতি থেকে শরীরে নানা জটিলতা দেখা দেয়।

    উপুড় হয়ে শুলে শুধু মেরুদণ্ড বা অন্ত্রেই নয়, কোমরেও চাপ পড়ে। এর পাশাপাশি দেখা দিতে পারে ত্বকের সমস্যা। অনেক সময় মুখের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে এই ভঙ্গিতে ঘুমালে। ত্বক হারায় স্বাভাবিক জৌলুস।

    তাই চিকিৎসকরা উপুড় হয়ে না ঘুমানোর পরামর্শ দেন। তাদের মতে, চিৎ হয়ে ঘুমানো তুলনামূলক ভালো, তবে সবচেয়ে ভালো হয় পাশ ফিরে ঘুমালে।

  • ক্লাব বিশ্বকাপের ম্যাচসহ আজ টিভিতে যা দেখবেন

    ক্লাব বিশ্বকাপের ম্যাচসহ আজ টিভিতে যা দেখবেন

    ফিফা ক্লাব বিশ্বকাপে আজ সোমবার (২৩ জুন) সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও পিএসজি। হেডিংলিতে প্রথম টেস্টের চতুর্থ দিনে নামবে ভারত ও ইংল্যান্ড।

    হেডিংলি টেস্ট-৪র্থ দিন

    ইংল্যান্ড-ভারত: বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
    ফিফা ক্লাব বিশ্বকাপ

    ম্যান সিটি-আল আইন : সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
    আতলেতিকো-বোতাফোগো : রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
    সিয়াটল-পিএসজি : রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

  • ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

    ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

    ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার (২২ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মুহাম্মদ মনিরুল মাওলার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

  • বাবার মোটরসাইকেলে যাচ্ছিলেন কলেজে, ওড়না পেঁচিয়ে গেল প্রাণ ছাত্রীর

    বাবার মোটরসাইকেলে যাচ্ছিলেন কলেজে, ওড়না পেঁচিয়ে গেল প্রাণ ছাত্রীর

    মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তা। কলেজে পৌঁছাতে হবে, একাদশ শ্রেণির শেষ পরীক্ষা। বাবার পেছনে বসে যাওয়ার সময় ওড়না বাতাসে উড়ছিল। সেটি খেয়াল করেননি। কিছু দূর যেতেই পেছনের চাকায় পেঁচিয়ে যায় ওড়না। ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান তিনি।

    আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে নোয়াখালীর হাতিয়া উপজেলায়। নিহত ইশরাত জাহান শান্তা (১৮) হাতিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মো. আরিফ পল্লিচিকিৎসক। বাড়ি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামে।

    প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে কলেজে পরীক্ষায় অংশ নিতে বাবার মোটরসাইকেলে রওনা হন শান্তা। সোনাদিয়া ইউনিয়নের হিল্টন সড়কে পৌঁছাতেই ঘটে দুর্ঘটনা। চলন্ত মোটরসাইকেলের চাকায় শান্তার ওড়না পেঁচিয়ে যায়। তার একটি অংশ গলায় জড়িয়ে পড়ে। ঝাঁকুনিতে দুজনই ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত হন বাবা-মেয়ে।

    পথচারীরা তাঁদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শান্তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

    স্বজনেরা তাঁকে স্পিডবোটে করে নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাটে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই, বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যানঘাটে পৌঁছাতেই মারা যান শান্তা।

    হাসপাতালের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) মো. শামীম জানান, মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রীর মাথায় গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁর ওড়না পেঁচিয়ে যাওয়ায় গলাতে ফাঁসের মতো চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

    শান্তার চাচা মো. আশ্রাফ জানান, আশঙ্কাজনকভাবে তাঁকে ঢাকা নেওয়ার জন্য নদী পেরিয়ে চেয়ারম্যানঘাট পৌঁছালে শান্তার মৃত্যু হয়। পরে শান্তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তিনি জানান, মেয়ের মৃত্যুতে তাঁর ভাই অনেকটা বাক্‌শক্তি হারিয়ে ফেলেছেন। তিনি সবার সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন।

    জানতে চাইলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি থানায় অবহিত করেনি।

  • ‘মব’ সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার

    ‘মব’ সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার

    ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে বাসা থেকে ধরে এনে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করার পর এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সরকার।

    রোববার রাতে অন্তর্বর্তী সরকারের ওই বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। “মব” সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

    নূরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা–পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ সময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।

    দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে। বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।

    ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।