1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

দেশজুড়ে সহিংসতার বড় অংশ বিএনপির ভিতরেই: মানবাধিকার রিপোর্ট

  • সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০ বার

গত এক বছরে দেশের রাজনৈতিক অঙ্গনে সহিংসতার মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS)-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে সারা দেশে মোট ১,০৪৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮,০৫০ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৬৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে। এক বছরে বিএনপি-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৫৩৯টি, যাতে ৫,০১৭ জন আহত এবং ৮৫ জন নিহত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক বিশৃঙ্খলা, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এসব সংঘর্ষের সৃষ্টি হয়।

ছাত্র রাজনীতিতেও সহিংসতা ছিল ব্যাপক। ছাত্রদল ও ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে ৩৮টি ঘটনায় ৩২০ জন আহত এবং ৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ছাত্রদল ও শিবিরের মধ্যে ১১টি সংঘর্ষে ১৬ জন আহত ও ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, কমিটি গঠন এবং দলীয় নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণেই এসব সহিংসতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ বছরজুড়ে তীব্র আকার ধারণ করে। এ সময় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ২২১টি ঘটনায় ১,৪৮১ জন আহত এবং ৩৪ জন নিহত হয়েছেন। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৮টি, এতে ১৮০ জন আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি।

এছাড়া বিএনপি-জামায়াত সংঘর্ষে ৪০টি ঘটনায় ২৬৫ জন আহত ও একজন নিহত হয়েছেন। বিএনপি-এনডিপি সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন এবং নিহত হয়েছেন দুইজন। আওয়ামী লীগ-এনডিপি সংঘর্ষে ৫৬ জন আহত ও একজন নিহত হয়েছেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বেও সহিংসতা ঘটেছে ২৪টি, যাতে ২৫০ জন আহত এবং ১২ জন নিহত হয়েছেন।

বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে ২১টি ঘটনায় ১৫৫ জন আহত এবং ৫ জন নিহত হন। এছাড়া বিভিন্ন অন্যান্য রাজনৈতিক সহিংসতায় ৮৮টি ঘটনায় ৪৪৪ জন আহত এবং ২১ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

সব মিলিয়ে এক বছরে মোট ১,০৪৭টি রাজনৈতিক সহিংসতায় ৮,০৫০ জন আহত এবং ১৬৩ জন প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থা HRSS তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাজনৈতিক সহিষ্ণুতার অভাব, ক্ষমতার প্রতিযোগিতা, এবং প্রশাসনের নিরপেক্ষতার ঘাটতির কারণে দেশে সহিংসতা দিন দিন বাড়ছে। সংস্থাটি বলেছে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে সব দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি।

গত এক বছরের এই পরিসংখ্যান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ক্রমবর্ধমান সহিংসতা শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও মানসিক স্বস্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে।

সূত্র: Human Rights Support Society (HRSS)

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন