1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃত্তি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দ্যা স্কলার্স ফোরাম ঢাকার কর্মশালা অনুষ্ঠিত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন ৫ই জুলাই: চার দফার ভিত্তিতে অনলাইন-অফলাইনে জনসংযোগ চালান সমন্বয়করা আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ : এটিএম আজহার জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোস: আসিফ মাহমুদ ইউক্রেন সীমান্তে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত গনজালো গার্সিয়ার জাদুতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ঢাবিতে নবাগতদের আবাসন সংকট নিরসনে ছাত্রশিবিরের চার দফা দাবি  হরিণ শিকারের ফাঁদ বসাতে গিয়ে, নিজেই শিকার দুলাল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে?

চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

  • সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪২ বার

 

ভোলা (বোরহানউদ্দিন):
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মারধরের শিকার হয়েছেন এক মাদ্রাসাছাত্র। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছেন।

আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বাজারে চাঁদা আদায়ের প্রতিবাদ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী মুজাহিদ জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারিভাবে ইজারাবিহীন এ বাজারে খাজনার নামে জোর করে চাঁদা আদায় করে আসছে। তিনি ব্যবসায়ীদের চাঁদা না দিতে অনুরোধ করলে প্রথমে হুমকি দেওয়া হয়। পরে তিনি পরিস্থিতি মোবাইলে ধারণ করার চেষ্টা করলে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক লোক তাকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়।

হামলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু।
মুজাহিদের অভিযোগ, “ওরা বলে বাজারের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারাভুক্ত! অথচ উপজেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে—এই বাজারটি কোনোভাবেই সরকারিভাবে ইজারাভুক্ত নয়।”

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন