1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়

  • সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার
জামায়াতে ইসলামীর নেতৃত্বে প্রক্রিয়াধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার রাত আটটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তবে এই সমঝোতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনেরও থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসে জামায়াতে ইসলামীসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেয়নি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতা, ইসলামী আন্দোলনের থাকা-না থাকার বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে রাত আটটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

সূত্রমতে, বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত একটানা চলে ১০ দলের বৈঠক। বিরতি দিয়ে আবার নেতাদের বসার কথা রয়েছে। ইসলামী আন্দোলন এখনো এই জোট ছাড়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদেরকে এতে রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাট আটটার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে এক নেতা জানিয়েছেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন