বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হামিদ।
তিনি জানান, “ভোটার হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্তভাবে ভোটার হিসেবে তালিকাভুক্তির বিষয়টি হালনাগাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হবে।”
আখতার হামিদ আরও বলেন, “তিনি ঢাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।” উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ভোটার হতে হয়, এবং চাইলে দেশের যেকোনো আসন থেকে প্রার্থী হওয়া যায়।
২০০৮ সালে বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করায় তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে গমন করেন এই দম্পতি এবং দীর্ঘ সময় দেশে ফেরেননি।
তবে সম্প্রতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে গত ৬ মে জুবাইদা রহমান দেশে আসেন এবং ঢাকায় অবস্থানকালে তার ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ইসির একটি দল। এরপর ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।
আইন অনুযায়ী, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বিবেচনায় আইন সংশোধন করে আরও আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা করছে
Leave a Reply