আবিদ, নগরনিউজ২৪ ডেস্ক:
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে ‘প্রথমে আসা, প্রথমে জেতা’ (FPTP) পদ্ধতি। তবে নানা সমালোচনা, বৈষম্য এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলায় এখন অনেকেই চাইছেন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতির প্রবর্তন। এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থীকে নয়, বরং রাজনৈতিক দলকে ভোট দেন, এবং প্রতিটি দল দেশের মোট ভোটের যত শতাংশ পায়, সে অনুযায়ী সংসদে আসন পায়।
এই কাঠামো কার্যকর হলে সবচেয়ে বেশি আলোচনায় আসে স্বতন্ত্র প্রার্থীদের ভবিষ্যৎ। কারণ PR পদ্ধতিতে যেহেতু দলভিত্তিক ভোট গ্রহণ হয়, সেখানে দল ছাড়া কেউ ভোটে অংশ নিলে নির্বাচিত হওয়ার সুযোগ কার্যত শূন্য।
বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ এককভাবে পূর্ণ PR পদ্ধতিতে যায়, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের আর সংসদে প্রবেশের সুযোগ থাকবে না। কারণ তখন ভোটাররা দলকেই বেছে নেবেন, ব্যক্তি নয়। তবে কিছু দেশে মিশ্র পদ্ধতির প্রচলন আছে—যেখানে কিছু আসনে সরাসরি ভোট হয়, কিছু আসনে আনুপাতিক হিসাব চলে। এমন ব্যবস্থা চালু হলে স্বতন্ত্র প্রার্থীরা কিছু আসনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্বতন্ত্র প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি তারা সংসদে অবস্থান টিকিয়ে রাখতে চান, তাহলে হয়তো তাদের ছোট দল গঠন করে জোটবদ্ধভাবে তালিকাভুক্ত হতে হবে। তা না হলে পিআর পদ্ধতির অধীনে তাদের কার্যত হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গণতান্ত্রিক বহুত্ববাদ নিশ্চিত করতে নির্বাচন কমিশন যদি কখনো পিআর পদ্ধতি চালুর চিন্তা করে, তবে তাতে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থাও থাকতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a Reply