1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এক মিনিটের জন্য প্রথম ভোটের উচ্ছ্বাসে যোগ দিতে পারলেন না অনেকে

  • সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় পর ভোটকেন্দ্রে উপস্থিত হয়েও ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের অনেকের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাস দেরি করায় কেন্দ্রে আসতে পারেননি তারা। কেন্দ্রে প্রবেশের পর বারবার অনুরোধ করলেও তাদের সুযোগ দেয়নি প্রশাসন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। তবে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয় বিকাল ৩টা পর্যন্ত।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাস বিকেল ৩টা ১ মিনিটে এসে ক্যাম্পাসে পৌঁছায়। বাসে আসা শিক্ষার্থীরা ১ মিনিট দেরি করায় তাদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আবার অনেকে পরে ঢোকা যাবে ভেবে দেরিতে আসার কারণে ঢুকতে পারেননি।

কেন্দ্রে ঢুকতে না পারা শিক্ষার্থী নয়ন বলেন, পরীক্ষা থাকায় সকালে বাসায় ছিলাম। পরে ভোট দিতে আসি, কিন্তু পুরান ঢাকার তীব্র যানজটের কারণে কিছুটা দেরি হয়ে যায়। এক মিনিট দেরি হওয়ার জন্য আমার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এক মিনিটের জন্য ভোট দিতে না পারাটা খুব হতাশাজনক।

এ বিষয়ে প্রক্টরিয়াল টিমকে জানানো হলে তারা জানান, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে আর কিছু করার নেই। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন