1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন ৫ই জুলাই: চার দফার ভিত্তিতে অনলাইন-অফলাইনে জনসংযোগ চালান সমন্বয়করা আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ : এটিএম আজহার জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোস: আসিফ মাহমুদ ইউক্রেন সীমান্তে হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত গনজালো গার্সিয়ার জাদুতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ঢাবিতে নবাগতদের আবাসন সংকট নিরসনে ছাত্রশিবিরের চার দফা দাবি  হরিণ শিকারের ফাঁদ বসাতে গিয়ে, নিজেই শিকার দুলাল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রশিবিরের পরিবেশবান্ধব উদ্যোগ

  • সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪ বার
ছবি: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিবিরের বৃক্ষরোপন অভিযান

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে পরিবেশ সচেতনতা বাড়াতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ অভিযান ২০২৫”।

অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ফলজ, বনজ এবং ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়নের যাত্রা শুরু হয়। কর্মসূচিটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিলো উৎসাহ-উদ্দীপনা এবং সচেতনতার প্রকাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ দেলওয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং একটি নিরাপদ, সুস্থ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করছি। প্রতিটি গাছই হতে পারে একটি জীবনরক্ষাকারী শক্তি।” তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটি বাসযোগ্য নগরীতে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা উচিত। অথচ ঢাকা শহরে এই অনুপাত ৬ শতাংশের নিচে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিতে পারে।

তিনি এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বৃক্ষরোপণ শুধু তাৎক্ষণিক একটি কর্মসূচি নয়, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ—পরিবেশ রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপায়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচিকে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা জাগরণের অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আয়োজক শাখার পক্ষ থেকে জানানো হয়, ছাত্রশিবির ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন এবং ইকো-লিটারেসি ভিত্তিক ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা।

 

 

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন