বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দুর উপস্থিতিতে শিক্ষার্থীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে স্ব-স্ব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
আজ রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই কাউন্সিলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নিম্নোক্ত নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদল :
সভাপতি : মো. মাহফুজুর রহমান (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশিকুর রহমান)
সাধারণ সম্পাদক : মো. তাহসিন আহমেদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তু)
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল :
সভাপতি : মো. মঈন উদ্দিন
সাধারণ সম্পাদক: তাহসিন আহমেদ (নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম আহমেদ)
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল :
সভাপতি : মো. আয়াত উল্লাহ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল হাসিব)
সাধারণ সম্পাদক: মো. রাজিব (নিকটতম প্রতিদ্বন্দ্বী এ. বি. এম সিদ্দিকুর রহমান (আবু)
হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল:
(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সভাপতি : ইশতিয়াক আহমেদ রাজীব
সাধারণ সম্পাদক : মো. রাব্বী
নব-নির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রদলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply