1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

রাজধানীতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

  • সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫ বার

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার সকাল ৯টায় রাজধানীর সাঈদ খোকন কমিউনিটি অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ১৫০০ জন কৃতী শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, পদার্থবিদ মির্জা গালিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবাগাতুল্লাহ সিবগা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শাফিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা-৫ আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি কামাল হোসেন, এবং জামায়াত মনোনীত ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন এবং সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হেলাল উদ্দিন রুবেল।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, পরিবার, শিক্ষক এবং পুরো জাতির জন্যই গর্বের। তারা ভবিষ্যতে জাতিকে আলোর পথ দেখাবে। বক্তারা শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এছাড়া রাজধানীর খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদ-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারিয়েট, থানা দায়িত্বশীল, সদস্যবৃন্দসহ দায়িত্বশীলবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন