নওফেল নাবিল:
আজ বিকেল ৩.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শরীয়তপুরের শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোশারফ হোসেন মাসুদ, সাবেক রেজিস্ট্রার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি। ড. মোশাররফ হোসেন, চেয়ারম্যান, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজহারুল ইসলাম, সভাপতি, গোসাইরহাট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অধ্যাপক ড. জুলফিকার হাসান, ডীন ও বিভাগীয় প্রধান, সিটি ইউনিভার্সিটি। শিকদার মোঃ মেছবাহ উদ্দিন, ডিরেক্টর কে এ এস গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক, জাজিরা উন্নয়ন ফোরাম।
ডাক্তার জিয়াউল হক, সহযোগী অধ্যাপক, ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকা।
জাহাঙ্গীর আলম, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মাসুদ কবির রানা, মেম্বার, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি।
আরো অনেক অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
ফোরামের সেক্রেটারি মোঃ আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ ইমাম।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন ছাত্র ছাত্রী তাদের উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেন।
অতিথিদের বক্তব্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ক্যারিয়ারের প্রতি কমিটেড থাকা, চরিত্রবান মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি শরীয়তপুরের শিক্ষার্থী ও জনমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান৷
Leave a Reply