1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

‘ডিজে গান’ বাজিয়ে ট্রাকে ঘোরাফেরা, সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৭

  • সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩ বার
উচ্চশব্দে ‘ডিজে গান’ বাজিয়ে মাদক সেবনসহ ট্রাকে করে ঘোরাফেরা করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায় এবং ৭ জনকে আটক করে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, একটি মিডিয়াম সাইজের ট্রাকে প্রায় ৫৭ জন কিশোর উচ্চস্বরে ‘ডিজে গান’ বাজিয়ে অস্বাভাবিক আচরণ করতে করতে গ্রামের বিভিন্ন সড়কে ঘুরাফেরা করছিল। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে মদ, গাঁজা, বিভিন্ন ধরনের সিগারেট ও গাঁজা সেবনের উপকরণসহ ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মো. আলিফ (১৫), পিতা: মো. বিল্লাল হোসেন; মো. ফারুক (২১), মো. সিয়াম (১৭); মো. শাকিল (২৪), মো. ইমরান ওরফে শ্রাবন (১৭); মো. সাজ্জাদ হোসেন (১৯) ও মো. রিয়াদ (২১)।

গণমাধ্যমকে সেনাবাহিনী জানায়, কিশোরদের এমন অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক যাত্রা সন্দেহজনক মনে হওয়ায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তখনই মাদকসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, মাদক দ্রব্যসহ ৭ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন