বিবৃতিতে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে তার মধ্যে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে ছাত্রী সংস্থার কর্মীদের জাল ভোট দেওয়া, ভোট দেওয়ার জায়গায় পূরণকৃত ব্যালট পাওয়া, শহীদ সালাম-বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও ভোটকেন্দ্রে মোট ৪০০ ব্যালট পেপার পাওয়া উল্লেখযোগ্য।
এ ছাড়া ভোটার তালিকায় ছবি যুক্ত না করায় যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছে সংশপ্তক পর্ষদ। তারা বলছেন, রফিক-জব্বার হলে এ ঘটনার প্রমাণও মিলেছে। এর বাইরে প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে বলেও তারা অভিযোগ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য অভিযোগও আমরা দেখতে পেয়েছি। এমতাবস্থায় সংশপ্তক পর্ষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে। আমরা জাকসুতে অংশগ্রহণকারী সকল প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাব, আসুন সকল ভেদাভেদ ভুলে এই অনিয়মের প্রশাসন ও ছাত্র শিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে সকলে একতাবদ্ধ হয়ে প্রতিহত করি।
Leave a Reply