এই শীতে বাজারে এসেছে কালো, ধূসর, নেভি, বিস্কুট, খাকি ও খয়েরি রঙের ব্লেজার, হালকা ও গাঢ় নীল রঙের স্যুট, ব্ল্যাক ম্যাচিং স্ট্রাইপ স্যুট এবং বাদামি, অলিভ, মেরুন রংসহ নানা কাটিংয়ের ক্যাজুয়াল ব্লেজার।
ব্লেজার কিনতে হয় এর ফিটিংস দেখে। নয়তো ব্র্যান্ডের যত দামি ব্লেজার কিনেন না কেন, আপনার সঙ্গে ঠিক মানাবে না। তাই কেনার আগে কিছু বিষয় মাথায় রাখুন।
• ব্লেজার কিনুন কাঁধের মাপ অনুযায়ী। কাঁধের সেলাই আপনার কাঁধের সঙ্গে মিশে আছে কিনা দেখুন। ঝুলে থাকলে বা কুঁচকে থাকলে বুঝতে হবে সেটি আপনার জন্য নয়।
• হাতার দৈর্ঘ্য এমন হওয়া উচিত যেন আপনার শার্টের কাফ ব্লেজারের হাতার নিচ থেকে প্রায় আধা ইঞ্চি দেখা যায়।
• ব্লেজারটি যেন টাইট বা অতিরিক্ত ঢিলেঢালা না হয় তা খেয়াল রাখুন। কাঁধ ঠিক থাকলে লক্ষ্য রাখুন ব্লেজারটি পরে যেন নড়াচড়া করতে অসুবিধা না হয়।
• নিম্নমানের কাপড় সহজেই কুঁচকে যায়। তাই উল, কটন, ফ্লানেলের মতো ভালো মানের কাপড়ের ব্লেজার বেছে নিন।
• সঠিক মাপের ব্লেজার কিনতে ট্রায়াল দেওয়ার সময় প্রথমে বোতাম লাগান। যদি খুব টাইট লাগে, তবে অন্য সাইজ নিন। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধ, হাতা ও সামগ্রিক ফিটিং পরীক্ষা করুন। নড়াচড়া করে দেখুন অস্বস্তি লাগে কিনা।
Leave a Reply