1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

৪৪ বার রক্তদান ছাত্রদল নেতা তারিকের, জোগাড়ও করে দিয়েছেন সহস্রাধিক রোগীকে

  • সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। শৈশব থেকেই সামাজিক ও মানবিক উদ্যোগের আগ্রহ থেকেই যুক্ত হয়েছেন রক্তদানের মতো মানবিক কার্যক্রমে। সর্বশেষ শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি একজন রোগীর জন্য রক্ত দেন এবং এর মাধ্যমে ৪৪ বার মতো রক্ত দিলেন। ছাত্রদল নেতার এ উদ্যোগ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, সহস্রাধিক সংকটাপন্ন রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন।

জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক দান নয়, এটি জীবনের প্রতি আমাদের দায়িত্বও বটে। যত দিন সুস্থ থাকব, তত দিন রক্তদান করে যেতে চাই। এটি আমাকে আনন্দ দেয় এবং আশা করছি অন্যদেরও অনুপ্রাণিত করে।’

জানা গেছে, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, শয্যার ব্যবস্থা, আইসিইউ ও সিসিইউর ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অসচ্ছল রোগীদের আর্থিক সহযোগিতাও করেছেন তরুণ এই ছাত্রদল নেতা।

তরিকুল ইসলাম তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। শৈশব থেকেই সমাজসেবার প্রতি তার আগ্রহ ছিল; আর সেই আগ্রহই তাকে রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখার ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে করে থাকেন।

তারিক বলেন, ‘রক্তদানের ক্ষেত্রে নিয়মিত থাকা খুব জরুরি। এটি শুধু অসহায় রোগীদের জীবন বাঁচায় না, বরং সমাজেও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। যারা এখনো রক্তদান করেননি, তাদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।’

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন