1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু ভারতের

  • সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬ বার

বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানিসংক্রান্ত চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করেছে ভারত। দেশটির এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি দপ্তরটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ করপোরেশন লিমিটেড (টিএসইসিএল) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি ২০২৬ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা। তার আগেই বাংলাদেশ চুক্তি নবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ায় ভারতের পক্ষেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনটিপিসি সূত্র জানিয়েছে।

এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের কর্মকর্তারা এ বিষয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর টিএসইসিএলের এমডি দেবাশীষ বোসের সঙ্গে নবায়নের বিষয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি বৈঠক করেছেন। দেবাশীষ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘টিএসইসিএল বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এবং নভেম্বর থেকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হবে। প্রক্রিয়া অনুসারে, এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম এখন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করবে। যদি তারা রাজি হয়, তাহলে আমরা প্রতিবেশী দেশটিতে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাব।’

নেপালে বিদ্যুৎ সরবরাহের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘নেপালের তুলনায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা বেশি কার্যকর। বর্তমানে আমরা বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সম্প্রসারণের ওপর মনোযোগ দিচ্ছি।’

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন