1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

মার্কিন ঘাঁটিতে হামলার পর যে বার্তা দিলেন খামেনি

  • সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৯ বার

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, “আমরা কারো উপর আগ্রাসন করিনি এবং আমরা যেকোনো পরিস্থিতিতে কারো কাছ থেকে আগ্রাসন মেনে নেব না।”

মঙ্গলবার (২৪ জুন) এক্সে করা এক পোস্টে তিনি একথা বলেন। এর আগে ইরানের বিপ্লবী বাহিনী এই হামলাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি আক্রমণের প্রতিশোধ হিসেবে অভিহিত করে।

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। তারা বলছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন “দুর্বলতার” স্থান। ইরান নিজ দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনও আগ্রাসনের প্রতিক্রিয়ায় কখনো উত্তরহীন থাকবে না।

ইরানের হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।”

সূত্র : রয়টার্স

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন