Blog

  • দেবিদ্বারে নবী দাবি করা যুবক আটক

    দেবিদ্বারে নবী দাবি করা যুবক আটক

    কুমিল্লার দেবিদ্বারে নিজেকে নবী দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি ভিডিও ভাইরাল হলে মমিন নামে একজনকে আটক করে পুলিশ।

    মঙ্গলবার রাতে এ নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

    আটক মোহাম্মদ মমিন পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী এলাকার বাসিন্দা।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, মমিন স্থানীয় এক সাংবাদিককে বলছেন যে তিনি নবুওত পেয়েছেন। মমিনের ভাষ্য, আল্লাহ তায়ালা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন! কালিমা হচ্ছে ‘আশহাদু আল্লাহ ইলাহা মুমিনুল্লাহ’! আমার পরেও যুগে যুগে বহু নবী আসবেন, কোরআনের কোথাও বলা নেই যে আর নবীর আগমন হবে না।

    ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মমিনের ভাইরাল ভিডিও দেখে তাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

  • ইতিহাসে প্রথম হারের লজ্জায় ডুবল ভারত

    ইতিহাসে প্রথম হারের লজ্জায় ডুবল ভারত

    লিডস টেস্টে বেন ডাকেটের ঝড়ো ১৪৯ রানের ইনিংস আর জো রুটের অপরাজিত হাফ সেঞ্চুরিতে স্টোকসের দল ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে

    টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, সেই লজ্জার মুখে পড়তে হল ভারতকে। কখনও কোনও দল একটি টেস্টে পাঁচটি ব্যক্তিগত সেঞ্চুরির পরে সেই ম্যাচটা হেরে যায়নি। সেই কলঙ্ক লাগলো ভারতের কপালে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেলেন।

    মঙ্গলবার (২০ জুন) জয়ের জন্য ৩৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। এর আগে, চতুর্থ দিনের শেষ বেলায় ভারত অলআউট হয় ৩৬৪ রানে। আর তাতেই ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রানের। শেষ সেশনে অবশ্য ইংলিশরা ব্যাট করার সুযোগ পায় মাত্র ৬ ওভার। কোনো উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা।

    এদিন জ্যাক ক্রলি ও বেন ডাকেট বেশ ভালোই শুরু করেন। দ্বিতীয় সেশনে বৃষ্টি নামার আগে তাদের জুটি ছিল অপ্রতিরোধ্য। কিছু সময় পর খেলা শুরু হতেই ভেঙে যায় এই জুটি। ক্রলিকে ৬৫ রানে লোকেশ রাহুলের ক্যাচ বানান প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতীয় এই বোলার তার পরের ওভারে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অলি পোপকে (৮) বোল্ড করেন।

    এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বেন ডাকেট। এক পর্যায়ে তিনি তুলে নেন সেঞ্চুরি। ১৪৯ রান করে ঠাকুরের বলে এক্সট্রা কাভারে নিতিশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। পরের বলেই ফেরেন হ্যারি ব্রুক। আগের ম্যাচে ৯৯ করা এই ব্যাটার ফেরেন গোল্ডেন ডাক মেরে।

    ২৫৩ রানে ৪ উইকেট তুলে নেওয়ার পর লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ভারত। তবে বেন স্টোকসকে (৩৩) নিয়ে ৪৯ ও জেমি স্মিথের সঙ্গে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জেতান জো রুট। ৮৪ বলে ৬ চারে ৫৩ রান করেন তিনি। ৪৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

     

     

  • ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কে জিতল এই যুদ্ধে

    ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কে জিতল এই যুদ্ধে

    ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—কে জিতল এই যুদ্ধে

    লেখা : ফারনাজ ফসিহি

    ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে কোনো মার্কিন নাগরিক নিহত হননি। বিশ্লেষকেরা বলছেন, এখন হয়তো যুদ্ধবিরতির একটা সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্র—প্রতিটি দেশই নিজেদের বিজয়ের গল্প বলছে। মিসাইল ছোড়ার আগেই ইরান শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছিল।

    সোমবার সকালে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। সেখানে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার বিষয়ে আলোচনা হয়। আগের সপ্তাহে ইসরায়েল ইরানের সামরিক নেতা ও অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালায়। এরপরই যুক্তরাষ্ট্র তিনটি মূল পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। এতে ইরান বড় ধাক্কা খায়।

    ইরান মর্যাদা রক্ষা করতে চেয়েছিল। এক বাংকার থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা হামলার নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত চার ইরানি কর্মকর্তা। তবে খামেনি নির্দেশ দেন, হামলা সীমিত রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে হবে।

    ইরান চেয়েছিল, মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উসকে দিতে চায়নি। ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল উদেইদ বিমানঘাঁটি বেছে নেয়।

    দুই গার্ড সদস্যের মতে, এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। তাঁরা মনে করেন, এখান থেকেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সমন্বয় করা হয়েছিল। কাতার ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান আশা করেছিল, হামলায় ক্ষয়ক্ষতি কম হবে।

    হামলার কয়েক ঘণ্টা আগে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায়। কাতার আকাশসীমা বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রও আগাম সতর্কবার্তা পায়। জনসাধারণের উদ্দেশে ইরান বলে, এই হামলা ইরানের ওপর আঘাতের পাল্টা শোধ।

    টিভিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, কাতারের মার্কিন ঘাঁটিতে বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের শত্রুদের সতর্ক করছি। পালিয়ে গিয়ে বেঁচে যাওয়ার যুগ শেষ।’ আক্রমণের সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায়। কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখানো হয়। উপস্থাপকেরা ইরানের গৌরব ও বিজয়ের কথা বলেন।

    এক ইরানি কর্মকর্তা জানান, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার সময়ই পরিকল্পনা ছিল, কোনো মার্কিন নাগরিক যেন নিহত না হন। কারণ, কোনো মৃত্যু হলে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানতে পারত। পরিকল্পনা কার্যকর হলো। ট্রাম্প জানান, ১৪টি ইরানি মিসাইলের মধ্যে ১৩টি ভূপাতিত হয়েছে। কেউ নিহত বা আহত হননি। ক্ষয়ক্ষতিও কম।

    কিন্তু পর্দার আড়ালে ইরানের শীর্ষ নেতারা আশা করেছিলেন, তাঁদের সীমিত আক্রমণ আর আগাম সতর্কতা ট্রাম্পকে পিছু হটতে রাজি করাবে। ইরানও তখন পিছিয়ে আসবে। তারা চাইছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা বন্ধ করতে চাপ দিক। কারণ, ইসরায়েল আগেই আক্রমণ শুরু করেছিল এবং সোমবার রাতেও তা চলছিল।

    অভূতপূর্বভাবে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। বলেন, ‘আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি।’ তিনি আরও বলেন, ‘তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না।’ ট্রাম্প জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শিগগিরই হবে। কিছুক্ষণ পর ইরানও যুদ্ধবিরতির কথা জানায়। ইসরায়েল তাৎক্ষণিক মন্তব্য করেনি। তারা জানায়, ইরানি মিসাইল হামলায় তাদের আরও চারজন নিহত হয়েছে।

    আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন, এখন সবাই নিজেদের বিজয়ের গল্প বলছে। বড় যুদ্ধ এড়াতে পেরেছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে। ইসরায়েল বলছে, তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে। আর ইরান বলছে, তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে।’

    এক সপ্তাহের কম সময়ে যুদ্ধের তীব্রতা সীমা অতিক্রম করেছে। কিন্তু ইরান আর দীর্ঘমেয়াদি যুদ্ধ চায় না। বেশির ভাগ ইরানি এখন দেশের পক্ষে একজোট হয়েছেন। এই যুদ্ধকে তাঁরা মাতৃভূমির ওপর হামলা বলেই বিবেচনা করেছেন। তবে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। দোকানপাট, ব্যবসা ও সরকারি অফিস বন্ধ বা সীমিত সময় চালু ছিল। সেখানে অর্থনৈতিক চাপ স্পষ্ট হতে শুরু করেছে। ট্যাক্সিচালক, শ্রমিক, সেবা খাতের কর্মীরা বলছেন, এভাবে আর বেশি দিন বাঁচা সম্ভব নয়।

    তেহরানের ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টির প্রধান সাদেক নুরুজি ভার্চ্যুয়াল বৈঠকে বলেন, ‘আমাদের আর যুদ্ধ চালানোর ক্ষমতা নেই। অর্থনীতি ভেঙে পড়ছে। জনসমর্থন ধরে রাখা যাচ্ছে না। আমাদের সামরিক ও প্রযুক্তিগত শক্তি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সমান নয়।’

    এমনকি গার্ড বাহিনীর ঘনিষ্ঠরাও যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। বিশ্লেষক কারিম জাফারি বলেন, ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যুদ্ধে না জড়ায়। তিনি লেখেন, ‘ইরান এখন বহুমুখী যুদ্ধ চায় না। এর ফল কী হবে, তা ভেবে দেখা দরকার।’

    এরপর ইরান কী করবে, তা স্পষ্ট নয়। সীমিত হামলা বড় যুদ্ধ এড়াতে সফল হয়েছে বটে। তবে এর মানে এই নয় যে শত্রুতার অবসান ঘটেছে।

    পশ্চিমা কর্মকর্তারা স্বীকার করছেন, যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ইউরেনিয়ামের মজুত বর্তমানে কী অবস্থায় আছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইরান কি আরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা চালিয়ে যাবে, নাকি গোপনে অন্য কোনো আক্রমণ করবে? নাকি কঠিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য আলোচনায় বসবে?

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি তুরস্ক, রাশিয়া, তুর্কমেনিস্তান সফর করেছেন। তিনি বলেন, যুদ্ধ ইরানকে ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে। আরাকচি বলেন, ‘আমি বলছি না যে ক্ষতি হয়নি। অবশ্যই ক্ষতি হয়েছে। কিন্তু তারা আমাদের ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করতে পারেনি।’

    ফারনাজ ফসিহি দ্য টাইমস-এর জাতিসংঘ ব্যুরোপ্রধান

    নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া। ইংরেজি থেকে অনুবাদ।

  • ‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও’

    ‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও’

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আন্দোলনরত কর্মচারীদের ওপর ‘হামলার’ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও।’

    আজ মঙ্গলবার নগন ভবনে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ‘হামলা’ বলে আখ্যা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি একই সঙ্গে এর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ যোগসাজশের অভিযোগ তুলে বলেন, ‘হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।’

    এর পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এর আগেও একবার আন্দোলনরত দুই গ্রুপ মারামারি করে মাথা ফাটায়, আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দখলকৃত নগরভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের সংঘর্ষ।

    নগর ভবনে হামলায় আসিফ মাহমুদের যোগসাজশ রয়েছে, অভিযোগ ইশরাকেরনগর ভবনে হামলায় আসিফ মাহমুদের যোগসাজশ রয়েছে, অভিযোগ ইশরাকের
    উপদেষ্টা আসিফ আরও বলেন, এর আগেও নগরভবনের দরজায় তালা লাগিয়ে সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘আসিফ মাহমুদ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’ কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও। নিজ দলের কতিপয় ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্র্যাপে পড়ার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও।

  • “দ্যা স্কলারস ফোরাম ঢাকা”-এর বৃত্তি কার্যক্রম ২০২৫ এর শুভ উদ্বোধন

    “দ্যা স্কলারস ফোরাম ঢাকা”-এর বৃত্তি কার্যক্রম ২০২৫ এর শুভ উদ্বোধন

    বেসরকারি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা দ্যা স্কলারস ফোরাম ঢাকা আয়োজিত “বৃত্তি কার্যক্রম ২০২৫” আজ মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, সকাল ১০টায় রাজধানীর একটি অডিটোরিয়ামে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক হেলাল উদ্দিন রুবেল, যিনি আনুষ্ঠানিকভাবে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে সিলেবাস ও রেজিস্ট্রেশন ফরম বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

    সংস্থার মূল প্রতিপাদ্য “To lead the world, be a scholar”–এর আলোকে প্রতিবছরের মতো এবারও এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে পরিচালক জানান, এ বছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”

    অনুষ্ঠানে বৃত্তি ফরম বিতরণ ছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন:
    নির্বাহী পরিচালক হাসিবুল ইসলাম সিফাত।
    উপস্থিত ছিলেন:
    সংস্থার সদস্য সচিব দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য ওমর ফারুক ফাহিম, শফিকুল ইসলাম সাইফুল, আবু রায়হান এবং স্কলারস ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ*।

    উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত স্কলারস ফোরাম ঢাকা রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাভিত্তিক বাছাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এ সংস্থার একটি উল্লেখযোগ্য ও জনপ্রিয় কার্যক্রম, যার আওতায় ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছে।

  • ডেঙ্গুর বিস্তার: নজরদারির অভাবে ঝুঁকিতে নগরবাসী!

    ডেঙ্গুর বিস্তার: নজরদারির অভাবে ঝুঁকিতে নগরবাসী!

    নারায়ণগঞ্জ প্রতিনিধি

    ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। মশাবাহিত এই রোগটির প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। বরং সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে। শুধু চলতি জুন মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন।
    জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা কার্যকরভাবে হচ্ছে না। স্থানীয় সূত্র বলছে, বিশেষ করে নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) এবং বিভিন্ন পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই মশার প্রজননস্থলগুলো থেকে সময়মতো পানি অপসারণ কিংবা লার্ভা ধ্বংস করা হচ্ছে না।
    এদিকে, শহরের বিভিন্ন এলাকায়,বিশেষ করে দেওভোগ, খানপুর, চাষাড়া, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা এবং বন্দরে,ভবনের নিচতলা, ড্রেনেজ ব্যবস্থা, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত টায়ারে প্রচুর পরিমাণে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা।
    শহরের বড় হাসপাতালগুলোতে এখনও ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা বিশেষ চিকিৎসা ব্যবস্থাপনা গড়ে তোলা হয়নি। খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই কয়েকজন করে জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন। ডাক্তারদের ভাষ্যমতে, উপসর্গ দেখে অনেককেই ডেঙ্গুর সম্ভাব্য রোগী হিসেবে ধারণা করা হচ্ছে, যদিও পরীক্ষা ছাড়া তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
    নাম প্রকাশে অনিচ্ছুক খানপুর হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার বলেন,
    এখনো যে হারে রোগী বাড়ছে, তা মোটেও আশাব্যঞ্জক নয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত রিপোর্ট চাওয়া হলেও আমাদের নিজস্ব প্রস্তুতির অভাব রয়েছে। যদি পরিস্থিতি আরো খারাপ হয়, আমরা চাপে পড়ে যাবো।
    নারায়ণগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার অন্যতম কারণ জনসাধারণের অসচেতনতা। অনেকে এখনও ডেঙ্গুর বিপদ সম্পর্কে জানেন না বা গুরুত্ব দিচ্ছেন না। তাদের বাড়ির আঙিনায় বা ছাদে পানি জমে থাকলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। মনে করছেন নগরীর সচেতন মানুষ।
    এ বিষয়ে শহরের বাসিন্দা রুবিনা আক্তার বলেন,আমরা নিজেরা যতটা সচেতন থাকি, আশেপাশের মানুষ যদি তা না মানে, তাহলে একার সচেতনতা কোনো কাজে আসে না। চারদিকেই মশা, অথচ কোথাও স্প্রে হচ্ছে না।”
    সূত্রনুসারে,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পক্ষ থেকে মাঝে মাঝে মাইকিং করা হলেও বাস্তব কার্যক্রম অনেকটাই সীমিত। ২০২৪ সালের ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির পর সিটি কর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েছিল মাসে অন্তত ৩ বার করে ফগিং কার্যক্রম চালাবে। কিন্তু বাস্তবে তা বেশিরভাগ এলাকাতেই অনিয়মিত হয়ে পড়েছে।
    নাসিকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেডিক্যাল অফিসার ডা. শেখ মোস্তফা আলী জানান,জনবল সংকট এবং বাজেট ঘাটতির কারণে আমরা প্রত্যাশামতো সব এলাকায় ফগিং চালাতে পারছি না। তবে আগামী সপ্তাহ থেকে নতুন অভিযান চালানো হবে বলে আশা করছি।
    নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. মশিউর রহমান জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার মোট ৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শহরের অভ্যন্তরীন এলাকার বাসিন্দা। জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩-তে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।
    নগরীর স্বাস্থ বিশেষজ্ঞদের ভাষ্যমতে, নারায়ণগঞ্জে ডেঙ্গুর যে বিস্তার শুরু হয়েছে, তা যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায়—তবে খুব অল্প সময়েই এটি ভয়াবহ রূপ নিতে পারে। বর্ষা মৌসুম সামনে, তাই এখনই দরকার সম্মিলিত উদ্যোগ। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে। সচেতনতা, তদারকি ও সমন্বিত ব্যবস্থা না থাকলে, নারায়ণগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু রোধ করা কঠিন হবে।।

  • ঢাকার ভোটার হলেন ডা. জুবাইদা রহমান

    ঢাকার ভোটার হলেন ডা. জুবাইদা রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হামিদ।

    তিনি জানান, “ভোটার হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্তভাবে ভোটার হিসেবে তালিকাভুক্তির বিষয়টি হালনাগাদ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হবে।”

    আখতার হামিদ আরও বলেন, “তিনি ঢাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।” উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ভোটার হতে হয়, এবং চাইলে দেশের যেকোনো আসন থেকে প্রার্থী হওয়া যায়।

    ২০০৮ সালে বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করায় তারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে গমন করেন এই দম্পতি এবং দীর্ঘ সময় দেশে ফেরেননি।

    তবে সম্প্রতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে গত ৬ মে জুবাইদা রহমান দেশে আসেন এবং ঢাকায় অবস্থানকালে তার ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ইসির একটি দল। এরপর ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

    আইন অনুযায়ী, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বিবেচনায় আইন সংশোধন করে আরও আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা করছে

  • ৪৪তম বিসিএস: কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

    ৪৪তম বিসিএস: কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

    ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া কোটাধারী প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    সোমবার (২৩ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।

    এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের নির্ধারিত কোটার সপক্ষে আগামী ২৬ জুন সকাল ১০টার মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

    নির্ধারিত সময়ের পর ফরম দাখিল করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি।

    এদিকে, পিএসসির ঘোষণা অনুযায়ী- আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সম্প্রতি পিএসসি ছয়টি বিসিএস শেষ করার রোডম্যাপ প্রকাশ করে। তাতে ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য এ তারিখ প্রকাশ করা হয়।

    ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট পদসংখ্যা ১ হাজার ৭১০টি। এর মধ্যে ৭৭৬টি শিক্ষা ক্যাডার।

  • সংস্কার প্রশ্নে শুধু একটি দলকে গুরুত্ব দিলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে: সারজিস

    সংস্কার প্রশ্নে শুধু একটি দলকে গুরুত্ব দিলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করেন তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

    সোমবার (২৩ জুন) সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

    এ সময় সারজিস বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপোষ থাকবে না। ‘জুলাই ঘোষণা পত্র’ জুলাই মাসে দেয়ার ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না।

    তিনি আরও বলেন, প্রথম সারির সাতটি দলের মধ্যে ছয়টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্যতা হারাবে।

    এনসিপির এই নেতা আরও বলেন, আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের আগে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব। জুলাই ঘোষণাপত্র পাব। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার দেখতে পারব।

    সভায় অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন, কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম বক্তব্য রাখেন।

  • কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে

    কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে

    স্মার্টফোন পছন্দ করার আগে বেশিরভাগ ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্সের নিশ্চয়তা চান। ফোন কেনার আগে ব্যাটারির সক্ষমতা কতটা সেটা যাচাই করেন ক্রেতারা। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দিতে পারে এমন ফোন থাকে অধিকাংশ ক্রেতাদের পছন্দের শীর্ষে। এমন ক্রেতাদের জন্য ব্যাটারি মনস্টার খ্যাত নতুন একটি স্মার্টফোন এনেছে তরুণদের পছন্দের অন্যতম প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। চলুন জেনে নেয়া যাক, কী থাকছে শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনে।

    ব্যাটারি সক্ষমতা: ব্যবহারকারীকে নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দিতে রিয়েলমি সি৭১-এ রয়েছে সুবিশাল ৬,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র ১ ঘণ্টার চার্জেই ব্যবহারকারীরা দুই দিনের জন্য ফোনটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন, যা এখনকার ব্যস্ত জীবনযাপনের সাথে মানিয়ে যাবে।

    আধুনিক ও স্টাইলিশ ডিজাইন: তরুণ ব্যবহারকারীদের পছন্দের সঙ্গে মানানসই হয় এমন নান্দনিক ও প্রাণবন্তভাবে ডিজাইন করা হয়েছে রিয়েলমি সি৭১। এর ‘লাইট পালস’নোটিফিকেশন ফিচারটি বিশেষ করে, মিটিং বা গুরুত্বপূর্ণ আলাপ চলাকালে কল বা মেসেজ আসার সময় নিঃশব্দে চোখে পড়বে। ফোনটির ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের ক্ষেত্রে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক অনুভূতি নিশ্চিত করে। এই দামের অন্যান্য ফোনের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না; ফলে রিয়েলমি’র এই ফোনটি গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

    এআই-সক্ষমতা: রিয়েলমি সি৭১-এ এআই-সক্ষম একাধিক ফিচার রয়েছে, যা দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও সাবলীল করে। এর মধ্যে রয়েছে এআই নয়েজ রিডাকশন কল ২.০, যা কলের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমায়। এআই ক্লিয়ার ফেস যা ক্যামেরা পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে। এআই ইমেজ ম্যাটিং, যা সহজেই ব্যাকগ্রাউন্ড এডিট করতে সহায়তা করে। এআই ইরেজার, যা ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় অপসারণ করে। এছাড়াও, গুগল জেমিনি ও সার্কেল-টু-সার্চ ব্যবহারকারীদের জন্য এআই সার্চের সুবিধা নিশ্চিত করে। এসব ফিচার একত্রে স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করে।

    ক্যামেরা: ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা, যা ব্যবহারকারীদের নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে সহায়তা করে। এই ডিভাইসে প্রাইমারি ক্যামেরার সাথে রয়েছে- একটি ফ্লিকার লেন্স, যেটি পারিপার্শ্বিক আলো থেকে ফ্লিকার ফ্রিকোয়েন্সি নির্ণয় করে এবং ছবি তোলার সময় ফ্লিকার নিয়ন্ত্রণ করে। এছাড়া- রিয়ার প্যানেলে আছে ‘পালস লাইট’ অর্থ্যাৎ আলোর ভিন্ন একটি প্যানেল, যার মাধ্যমে ভাইব্রেশন কিংবা শব্দ ছাড়াই এক ধরনের নোটিফিকেশন পাবেন গ্রাহকরা। পাশাপাশি, স্মৃতিময় মুহূর্ত ধারণ করার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

    সাশ্রয়ী মূল্য: রিয়েলমি সি৭১ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য মাত্র ১৫,৯৯৯ টাকা। স্মুথ মাল্টিটাস্কিং ও অনবদ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ডায়নামিক মেমরি এক্সপানশন ব্যবহার করা হয়েছে, যা ২ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করে নেয়া সম্ভব।