মাসুদ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। তিনি শুক্তগ্রামের মৃত সবর শেখের ছেলে।
তবে নিহতের ভাই ওমর সানী শেখ দাবি করেছেন, মাদক বেচাকেনায় তার ভাই বাধা দেওয়ায় স্থানীয় খাঁ বংশের লোকজন পিটিয়ে ও কুটিয়ে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় শুক্তগ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদ রানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হামলায় স্থানীয় ওয়াকিল, হুমায়ুন, মান্দার, জসিম, আকবার, হাফিজুরসহ অনেকে জড়িত বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল সাইদ বাবু বলেন, মাসুদ রানাকে খুন করা হয়েছেন। তবে কারা হত্যা করেছে তা বলতে পারেননি।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহ এখনও এলাকায় আসেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply