বুধবার (১০ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর মিরপুর জিয়া সড়ক হয়ে নওয়াপাড়া বাজার, মিরপুর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি মো: মহিউদ্দিন প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে আব্দুল গফুর বলেন, মানুষ ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা আশা করবো নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে সরকার।





















Leave a Reply