1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মামুনুল হককে শোকজ

  • সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮ বার

আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনুল হকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা ১৮৬ (ঢাকা-১৩) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্ত মো. মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন—এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিন আগামী ১২ ফেব্রুয়ারির অন্তত তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ। অথচ মামুনুল হকের এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে তাকে নিজে অথবা তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের শুনানি গ্রহণ করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একই দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রচারণা চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও বিভিন্ন আসনে একাধিক প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন