আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদ্য ডেইলি দেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ক্যাম্পাসকে বলেন, আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘জোটের শরিকদের মধ্যে আসন বিন্যাস নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখনো মিটিংয়ে আছি, তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনই জানানো যাচ্ছে না। বৈঠক শেষে বিস্তারিত ব্রিফ করা হবে।’
বৈঠকে উপস্থিত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড.সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।
Leave a Reply