শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চরমোনাই পীর বলেন, ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে এখন গণ-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। জোটবদ্ধ ইসলামি দলগুলোই হবে আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বের মূল শক্তি।
তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজনের আর কোনো বিকল্প নেই। জনগণের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হলে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতেই হবে।
তিনি আরও বলেন, সংস্কারের প্রশ্নে আমরা অটল ও অবিচল। এই সংস্কারে কালক্ষেপণ মানেই ২০২৪ সালের গণ-আন্দোলনের সঙ্গে বেইমানি। ১৯৭২ সালের সংবিধান তখনকার জনগণের আকাঙ্ক্ষা বিবেচনায় নেয়নি, সেটি ছিল বধির।
সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামী নির্বাচনে কোনো দল নয়, ক্ষমতায় যাবে ইসলাম।
তিনি বলেন, ২০২৪-এ বাংলাদেশের মানুষ কর্তৃত্ববাদী শাসনের জন্য জীবন দেয়নি। বাংলাদেশের জনগণ ভবিষ্যতে আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে সংসদে পাঠাবে না।
সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা নির্বাচন পদ্ধতির সংস্কার, দুর্নীতিমুক্ত রাজনীতি ও ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠার আহ্বান জানান।
Leave a Reply