1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

রাজধানীসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিলো ছাত্রদল

  • সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬ বার
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এই বিক্ষোভের বিপরীতে পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছে এবার ছাত্রদল। 

গোপন তৎপরতায় অভ্যস্ত একটি সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা দেন।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ জুলাই (সোমবার) বিকেল ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সকল জেলা ও মহানগরীতেও একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

এদিকে আজ শনিবার (১২ জুলাই) বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাথে যোগ দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এসব বিক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিন দুপুর ১টার দিকে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ হয়। এর আগে দুপুর ১২টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নেন। তাছাড়া ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে বিক্ষোভে অংশ নেন।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন