বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে আপনাদের ৫০ শতাংশ ভোট পাওয়ার কোনো প্রমাণ নেই। আর পিআর চালু হলে ৫০ শতাংশ তো দূরের কথা, কাছাকাছিও আসবেন না। ২০০৮ সালের নির্বাচনে আমরাসহ আপনারাও অংশ নিয়েছিলেন। তখন থেকেই আমাদের দলের আমির জাতির উদ্দেশে পিআর পদ্ধতির পক্ষে স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। আজ ২০২৫ সালে এসে আপনারা বলছেন, “পিআর মাথায় দেয় না গায়ে দেয়?” এখন সময় এসেছে—গায়ে দেওয়ার। এ দেশের ঠেলাগাড়িওয়ালা, রিকশাচালক, শ্রমিক সবাই পিআর বোঝে, শুধু আপনারাই বোঝেন না। চোখ কি অন্ধ হয়ে গেছে?’
ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ।
Leave a Reply