ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গ্রেফতার হওয়া ১১জনের পাশে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। দুই পুলিশ সদস্যের চেহারা বা মুখমণ্ডল প্রায়ই কাছাকাছি। এ ছাড়াও অন্যদের ছবিতেও অস্পষ্টতা রয়েছে। এদিকে ফেসবুকে ছবিটি শেয়ার করে নানা ক্যাপশন দিয়ে পোস্ট করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল। সম্প্রতি বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথরশূন্য হয়ে পড়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে। এদিকে এরকম পরিস্থিতিতে গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি।
Leave a Reply