1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

  • সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে অংশ নিতে মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি সূত্র জানিয়েছে, এর মধ্যে ৪টি পুরনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে আগ্রহ দেখিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, বিপিএলের অন্যতম সফল দল ফরচুন বরিশাল এবার দরপত্র জমা দেয়নি।

পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, মাইন্ড ট্রির সহযোগিতায় খুলনা টাইগার্স, রিমাক হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস এবং সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস চিটাগং কিংস নামে দল নিতে দরপত্র জমা দিয়েছে।

বাকি ৬টি ফ্র্যাঞ্চাইজিই নতুন। রাজশাহী থেকে এবার দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে, যেখানে নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস ‘রাজশাহী কিংস’ নামে দল নিতে আগ্রহী। অন্যদিকে ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া সিলেট থেকে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে দল নেওয়ার জন্য দরপত্র জমা দিয়েছে। কুমিল্লার হয়ে এসএস গ্রুপ ‘কুমিল্লা ফাইটার্স’ নামে দল আনতে আগ্রহী। পাশাপাশি নোয়াখালী থেকে বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে।

কিন্তু ফরচুন বরিশালের অনুপস্থিতি বিপিএলের পরবর্তী আসরে বড় আলোচনার জন্ম দিচ্ছে। কেননা, আগের আসরগুলোতে নিয়মিত পারফরম্যান্স ও তারকাখচিত স্কোয়াডের জন্য আলোচনায় ছিল দলটি।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন