1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

নির্বাচন করা না করা ব্যক্তিগত সিদ্ধান্ত, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। কোনো প্রার্থী যদি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতা অনুভব করেন, তবে সেটি তার একান্ত নিজস্ব বিষয়। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ কার্যালয়ে জেলা ও শিল্প পুলিশের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কে নির্বাচন করবেন আর কে করবেন না এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তা নিয়ে তিনি কেন সংশয় প্রকাশ করেছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সাংবাদিকরা এ নিয়ে অনুসন্ধান করলে প্রকৃত কারণ বেরিয়ে আসতে পারে।”

তিনি আরও যোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বিকেএমইএর পক্ষ থেকে ৬টি পুলিশ ভ্যান উপহার দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে।

অনুষ্ঠানে চিকিৎসাধীন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি সম্পর্কে উপদেষ্টা জানান, হাদিকে উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বক্স চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন