তিনি জানান, সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্টে হাদির মস্তিষ্কে রক্তপ্রবাহের ঘাটতিজনিত সমস্যা বা ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে এবং ক্লিনিক্যালি তাঁর স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ এখনো দেখা যায়নি।
চিকিৎসকদের ভাষ্যমতে, হাদির বর্তমান অবস্থাকে ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’ বা সংকটাপন্ন কিন্তু স্থির হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃত্রিম সহায়তায় তার হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখা হলেও মস্তিষ্কের নিউরোলজিক্যাল রিফ্লেক্সগুলোতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মস্তিষ্কের গভীর স্তরে থাকা গুলির অংশটি অপসারণের জন্য নতুন কোনো অস্ত্রোপচারকে চিকিৎসকরা ঝুঁকিপূর্ণ মনে করছেন।
তাদের মতে, বর্তমান অবস্থায় দীর্ঘ ভ্রমণ বা বড় কোনো অস্ত্রোপচার হাদির জন্য হিতে বিপরীত হতে পারে। ফলে আপাতত সিঙ্গাপুরেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্ট’ পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্ট করেছেন যে, সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা বাস্তবসম্মত নয়।
ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
























Leave a Reply