1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

স্থিতিশীল হওয়ার অপেক্ষায় হাদি: ঝুলে আছে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

  • সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার

রাজধানীর পল্টনে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন এই নেতার শরীর অস্ত্রোপচারের জন্য উপযুক্ত হলে তবেই পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। 

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিকিৎসকরা বর্তমানে হাদির ব্রেনকে সক্রিয় করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং শরীর ও ব্রেনের মধ্যে কার্যকর সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যেই চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, ব্রেন ছাড়া তার শরীরের অন্যান্য সকল অঙ্গপ্রত্যঙ্গ বর্তমানে সচল রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনা করে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুর থেকে ইংল্যান্ডে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন