কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন শুরু। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশে, চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। এর পেছনে অবশ্য দেশটির কিছু উগ্রপন্থীর চাপ ছিল।
রোববার বিসিবি এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের’ কারণে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
























Leave a Reply