1. tanvir.love24@gmail.com : স্টাফ রিপোর্টার :
  2. news@nagornews24.com : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সাফ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশ

  • সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার
চলতি বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর আয়োজনের কথা রয়েছে। তবে এ আসরটি কোথায় হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। সাফের আয়োজক হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় হয়েছিল সাফের আসর। এরপর দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আর আয়োজন করতে পারেনি বাংলাদেশ। আট বছর পর আবার ঘরের মাঠে সাফ আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। কারণ সাফ কর্তারা ঢাকাকে ভবিষ্যৎ পরিকল্পনার মূল জায়গা হিসেবে দেখছেন। যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফের নির্বাহী কমিটির অনুমোদন পেলেই বিষয়টি নিশ্চিত হবে। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত হয়েছিল। তাই এবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে সাফ আয়োজন হতে পারে। তবে বাংলাদেশ আয়োজক হবে কি না—সেটি জানা যাবে বাফুফের সভায় শেষে। আগামী ১৪ জানুয়ারি বাফুফের সভা হওয়ার কথা থাকলেও, সেটি হচ্ছে না। কেননা ওই দিন ২০২৬ বিশ্বকাপের ট্রফি আসবে বাংলাদেশে।

বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, ‘সেই ট্রফি যাওয়ার পর আমরা সভা করব। ওই সভায় সিদ্ধান্ত হবে যে, আমরা সাফের আয়োজক হব কি না।’ তবে বাংলাদেশে সাফ হওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। কারণ এই দেশে সাফের আয়োজন হলে রাজনৈতিক কারণে এখানে এসে ভারত খেলবে কি না—তা নিয়েও সংশয় থাকছে। ফলে সাফের ভেন্যু বাংলাদেশ থেকে সরে অন্য দেশে চলে যেতে পারে।

আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন